আধার লিঙ্ক না করালে বন্ধ হবে ফেসবুক-হোয়াটসঅ্যাপ, আসছে বিল

নয়াদিল্লি: দীর্ঘ তর্ক-বিতর্ক, জল্পনা পর অবশেষে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে নয়া বিধি আনতে চলেছে কেন্দ্র৷ সুপ্রিম কোর্টের ননির্দেশ অনুযায়ী আগামী ১৫ জানুয়ারির মধ্যে সোশ্যাল মিডিয়া বিধি আনতে চলেছেকেন্দ্রীয় সরকার৷ এই মর্মে গুচ্ছ পরিকল্পনাও নিতেও চলেছে কেন্দ্র৷ জানা গিয়েছে, নতুন প্রাইভেসি বিলে সমস্ত সোশ্যাল মিডিয়াকে যুক্ত করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ নতুন বিলের মাধ্যমে ফেসবুক, টুইটার,

আধার লিঙ্ক না করালে বন্ধ হবে ফেসবুক-হোয়াটসঅ্যাপ, আসছে বিল

নয়াদিল্লি: দীর্ঘ তর্ক-বিতর্ক, জল্পনা পর অবশেষে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে নয়া বিধি আনতে চলেছে কেন্দ্র৷ সুপ্রিম কোর্টের ননির্দেশ অনুযায়ী আগামী ১৫ জানুয়ারির মধ্যে সোশ্যাল মিডিয়া বিধি আনতে চলেছেকেন্দ্রীয় সরকার৷ এই মর্মে গুচ্ছ পরিকল্পনাও নিতেও চলেছে কেন্দ্র৷

জানা গিয়েছে, নতুন প্রাইভেসি বিলে সমস্ত সোশ্যাল মিডিয়াকে যুক্ত করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ নতুন বিলের মাধ্যমে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ ও টিকটককে এই বিললের আওতায় আনা হবে৷ ফলে, সোশ্যাল মিডিয়ায় পরিচয়পত্রের মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট খুলে ভুয়ো খবর ছড়ানো অনেকটাই বন্ধ করা যাবে৷ এই নিয়ম কবে চালু হবে, সেটি এখনও জানা যায়নি৷

সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ মূলক মন্তব্য থেকে শুরু করে ফেক নিউজ, ট্রোলড ও দেশ-বিরোধী কার্যকলাপ রুখতে কেন্দ্রকে বিধি আনার বিষয়ে আগেই নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত৷ সোশ্যাল মিডিয়ায় আধার সংযোগ সংক্রান্ত একটি মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নীতি নির্ধারণে বিষয়ে নির্দেশ দেয়৷

মনে করা হচ্ছে, সংক্ষিপ্ত শীতকালীন অধিবেশনে সোশ্যাল মিডিয়ায় নজরদারি সংক্রান্ত বিল পেশ করতে পারে কেন্দ্র৷ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রুখতে সরকার কী কী ব্যবস্থা নেবে, তা চূড়ান্ত করতে পারে কেন্দ্র৷ ফলে সোশ্যাল মিডিয়ায় নিয়ন্ত্রণে কেন্দ্রের কী নীতি আনে এখন তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − thirteen =