ভেঙে পড়ল গুগলের Gmail পরিষেবা

ওয়াশিংটন: বড়সড় সমস্যার সম্মুখীন বিশ্বের এক নম্বর ই-মেল পরিষেবা প্রদানকারী সংস্থা জিমেল। ভারত সহ একাধিক দেশের ব্যবহারকারীরা তাঁদের জিমেল অ্যাকাউন্ট খুলতে পারছেন না বলে অভিযোগ করেছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবিষয়ে অজস্র পোস্ট করা হয়েছে। সেখান থেকে জানা গিয়েছে, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপে জিমেল লগ ইন করা থাকলেও ই-মেল পাঠানো যাচ্ছে না। ই-মেল নাকি মেলবক্সে আসছেও না।

ভেঙে পড়ল গুগলের Gmail পরিষেবা

ওয়াশিংটন: বড়সড় সমস্যার সম্মুখীন বিশ্বের এক নম্বর ই-মেল পরিষেবা প্রদানকারী সংস্থা জিমেল। ভারত সহ একাধিক দেশের ব্যবহারকারীরা তাঁদের জিমেল অ্যাকাউন্ট খুলতে পারছেন না বলে অভিযোগ করেছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবিষয়ে অজস্র পোস্ট করা হয়েছে।

সেখান থেকে জানা গিয়েছে, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপে জিমেল লগ ইন করা থাকলেও ই-মেল পাঠানো যাচ্ছে না। ই-মেল নাকি মেলবক্সে আসছেও না। অন্যদিকে, জিমেলে লগ ইন করার চেষ্টা করা হলে ভেসে উঠছে ‘এরর ৪০৪’ বার্তা। বেশ কিছুক্ষণ ধরে এই সমস্যা চললেও গুগলের পক্ষ থেকে এখনও এবিষয়ে কিছু জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *