AI ফিচার্স-সহ ভারতে লঞ্চ করল গুগল পিক্সেল ৯ প্রো সিরিজ, দাম জানেন কত?

কলকাতা: ভারতের বাজারে চলে এল গুগল পিক্সেল ৯ সিরিজ স্মার্টফোন। এই সিরিজে একাধিক স্মার্টফোনের আকর্ষণের কারণ হল জেমিনি এআই। যা মূলত চ্যাটজিপিটিকে টেক্কা দেওয়ার জন্য…

কলকাতা: ভারতের বাজারে চলে এল গুগল পিক্সেল ৯ সিরিজ স্মার্টফোন। এই সিরিজে একাধিক স্মার্টফোনের আকর্ষণের কারণ হল জেমিনি এআই। যা মূলত চ্যাটজিপিটিকে টেক্কা দেওয়ার জন্য নিয়ে এসেছিল গুগল। সেই চ্যাটবটের একাধিক আকর্ষণীয় ফিচার্স আপনারা পেয়ে যাবেন এই স্মার্টফোনে। সঙ্গে দারুণ ক্যামেরা৷ ১৪ অগাস্ট থেকে শুরু হয়ে গিয়েছে প্রি-অর্ডার প্রক্রিয়া। তবে আনুষ্ঠানিক ভাবে বিক্রি শুরু হবে আগামী ২২ অগাস্ট থেকে৷

 

এই স্মার্টফোনে রয়েছে পিক্সেল ৯ মডেলের ৬.৩ ইঞ্চি ডিসপ্লে৷  কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন৷ রয়েছে ওলেড ডিসপ্লে প্যানেল। রয়েছে গুগলের তৈরি টেনসর জি৪-এর মতো তাগড়া প্রসেসর৷ যেটা কিনা তৈরি হয়েছে এআই মেশিন লার্নিংয়ের উপর ভিত্তি করে৷ এছাড়াও রয়েছে ১২ জিবি ব়্যাম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ সাপোর্ট৷ পেয়ে যাবেন ৮২ ডিগ্রি ভিউ-সহ অত্যাধুনিক ৫০ মেগাপিক্সেল ক্যামেরা। রয়েছে ১০.৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পিছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড একটি সেন্সর৷ যুগের সঙ্গে তাল মিলিয়ে এই মডেলে রাখা হয়েছে একগুচ্ছ এআই ফিচার্স৷ ব্যাটারি ক্যাপাসিটি ৪,৭০০ এমএএইচ।

 

এই সিরিজে তিনটি স্মার্টফোন লঞ্চ হয়েছে৷ প্রথম পিক্সেল ৯ যার দাম পড়বে ৭৯,৯৯৯ টাকা। দ্বিতীয় পিক্সেল ৯ প্রো-এর দাম ১,০৯,৯৯৯ টাকা। আর পিক্সেল ৯ প্রো এক্সএল-এর দাম পড়বে ১,২৪,৯৯৯ টাকা।