ওয়াশিংটন: স্থানীয় সংবাদ প্রকাশের জন্য নতুন প্লাটফর্ম আনছে গুগল। গুগলের এই উদ্যোগ সংবাদ প্রকাশকদের ডিজিটাল প্ল্যাটফর্মে যাওয়ার চ্যালেঞ্জগুলি অনেকটাই কমিয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে। এ প্রকল্পের জন্য ইতিমধ্যে ওয়েব ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান অটোমেটিক এবং ওয়ার্ডপ্রেস ডটকমের সঙ্গে চুক্তি করেছে গুগল নিউজ ইনিশিয়েটিভ। নতুন প্লাটফর্ম ‘নিউজপ্যাক’ তৈরি করতে ইতিমধ্যে ১২ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করেছে গুগল।
এক বিবৃতিতে গুগল বলেছে, দ্রুতগতির, নিরাপদ ও কম খরচের প্রকাশনা প্ল্যাটফর্ম হল নিউজপ্যাক, যা ছোট নিউজ রুমগুলির চাহিদা মেটাবে। চলতি বছরের শেষ দিকে প্ল্যাটফর্মটি চলে আসবে বলেও জানানো হয়েছে। গুগলের বক্তব্য, পত্রিকাগুলি যখন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশনা শুরু করে তখন তাদের কর্মী, প্রকাশনা ও সাংবাদিক কমাতে হয়। এতে তারা প্রযুক্তিগত ও ব্যবসায়িক সমস্যার মধ্যে পড়ে। ‘সাংবাদিকদের উচিত তাদের খবর লেখা এবং তাদের কমিউনিটিতে মনযোগ দেয়া, ওয়েবসাইট নকশা, সিএমএস সাজানো বা বাণিজ্যিক ব্যবস্থা তৈরি নিয়ে চিন্তা করা উচিত নয়।’ ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের তৈরি সব প্লাগইনস ব্যবহার করা যাবে নিউজপ্যাকে।