গুগল কর্তা সুন্দর নিলেন অ্যালফাবেটের শীর্ষ পদের দায়িত্ব

ওয়াশিংটন: গুগলের পাশাপাশি এবার অ্যালফাবেটের দায়িত্ব পেলেন সুন্দর পিচাই৷ অ্যালফাবেটের সিইও পদে দায়িত্ব দিয়েছেন তিনি৷ ২০১৫ সালে তৈরি হওয়া অ্যালফাবেটের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অ্যালফাবেট ও গুগলের সিইও পদ সামলাবেন সুন্দরই৷ গুগল ও অ্যালফাবেটের সিইও থাকবেন তিনি৷ গুগলের ওয়েমো, ভেরিলি, ক্যালিকো, সাইডওয়াক ল্যাবস ও লুন নামের বেশ কয়েকটি ব্যবসা রয়েছে৷ সবই অ্যালফাবেটের সঙ্গে যুক্ত৷

গুগল কর্তা সুন্দর নিলেন অ্যালফাবেটের শীর্ষ পদের দায়িত্ব

ওয়াশিংটন: গুগলের পাশাপাশি এবার অ্যালফাবেটের দায়িত্ব পেলেন সুন্দর পিচাই৷ অ্যালফাবেটের সিইও পদে দায়িত্ব দিয়েছেন তিনি৷

২০১৫ সালে তৈরি হওয়া অ্যালফাবেটের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অ্যালফাবেট ও গুগলের সিইও পদ সামলাবেন সুন্দরই৷ গুগল ও অ্যালফাবেটের সিইও থাকবেন তিনি৷  গুগলের ওয়েমো, ভেরিলি, ক্যালিকো, সাইডওয়াক ল্যাবস ও লুন নামের বেশ কয়েকটি ব্যবসা রয়েছে৷ সবই অ্যালফাবেটের সঙ্গে যুক্ত৷

নতুন পদে দায়িত্ব নেওয়ার পর সুন্দর জানিয়েছেন, প্রযুক্তির মাধ্যমে বড় বাধা সামলানো অ্যালফাবেটের কাজ৷ আমি আগ্রহী, অ্যালফাবেট আরও এগিয়ে যাবে৷ ব্রাউজারের স্রষ্টা প্রবাসী ভারতীয় সুন্দর পিচাই৷ ২০০৪ সালে গুগলে যোগদান করেন৷ ২০০৮ সালে গুগল ক্রোম ব্রাউজার বাজারে আসার পর থেকে ঝড়ের গতিতে বাড়তে থাকে পিচাইয়ের পরিচিতি৷ ওঠেন জনপ্রিয়তার শীর্ষে৷

গুগলের একাধিক পুরানো প্রডাক্ট বাঁচিয়ে নজরির গড়েছিলেন৷ তামিলনাড়ুর ছেলে সুন্দর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকত্তোর পাশ করেন৷ এরপর পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ারটন স্কুল থেকে এমবিএ পাশ করেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *