সুখবর, SBI পেমেন্ট সার্ভিস এবার হোয়াটসঅ্যাপ

নয়াদিল্লি: ভারতের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর৷ এখন থেকে মেসেজ আদান-প্রদানের পাশাপাশি অর্থনৈতিক আদান-প্রদানের কাজেও ব্যবহার করা যাবে এই অ্যাপ৷ তবে আপাতত শুধু মাত্র স্টেট ব্যাঙ্কের গ্রাহকরাই এই পরিষেবা পাবেন৷ কারণ দীর্ঘ অপেক্ষার পর রিজার্ভ ব্যাঙ্কের সমস্ত শর্তাবলীর মানদন্ডে উত্তীর্ণ হোয়াটসঅ্যাপ৷ হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ দাবি, এই পদ্ধতিতে টাকা আদান-প্রদানের বিষয়টি অনেক বেশি সুবিধাজনক হবে গ্রাহকদের জন্য৷ অভিযোগ

সুখবর, SBI পেমেন্ট সার্ভিস এবার হোয়াটসঅ্যাপ

নয়াদিল্লি: ভারতের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর৷ এখন থেকে মেসেজ আদান-প্রদানের পাশাপাশি অর্থনৈতিক আদান-প্রদানের কাজেও ব্যবহার করা যাবে এই অ্যাপ৷ তবে আপাতত শুধু মাত্র স্টেট ব্যাঙ্কের গ্রাহকরাই এই পরিষেবা পাবেন৷ কারণ দীর্ঘ অপেক্ষার পর রিজার্ভ ব্যাঙ্কের সমস্ত শর্তাবলীর মানদন্ডে উত্তীর্ণ হোয়াটসঅ্যাপ৷ হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ দাবি, এই পদ্ধতিতে টাকা আদান-প্রদানের বিষয়টি অনেক বেশি সুবিধাজনক হবে গ্রাহকদের জন্য৷

অভিযোগ ছিল নির্দিষ্ট সময়ের জন্য তথ্য স্থায়ীকরণ অর্থাৎ ডেটা লোকালাইজেসনের ক্ষেত্রে নিয়মবিধি মেনে চলছেনা হোয়াটসঅ্যাপ৷ এরপরই এই পরিষেবার জন্য হোয়াটসঅ্যাপকে অসম্মতি জানায় আরবিআই৷ অবশেষে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এগোয় সেই প্রক্রিয়া৷ হোয়াটসঅ্যাপ পে-র মাধ্যমে ইউপিআই সার্ভিসের ভিত্তিতে জমা দেওয়া যাবে টাকা৷ প্রযুক্তিগত পরিকাঠামো সহ স্টেট ব্যাঙ্কের সঙ্গে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আপের কাজও সম্পন্ন৷

এবার নিয়মমাফিক ছাড়পত্র পেলেই চালু হয়ে যাবে পরিষেবা৷ সূত্রের খবর কয়েক মাস আগেই পিসি অর্থাৎ প্রুফ অফ কনসেপ্ট তৈরি এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকেই ভারতের কয়েকটি বেসরকারি ব্যাঙ্কের সঙ্গে পরীক্ষামূলক ভাবে পেমেন্ট সার্ভিস শুরু করে হোয়াটসঅ্যাপ৷ তখন থেকেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে এই পরিষেবা৷

এরপর গত ৩০ অক্টোবর ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ জানান, ভারতের বহু মানুষ এই পদ্ধতিতে টাকা জমা দেওয়ায় আগ্রহী৷ তাই খুব তাড়াতাড়ি এখানেও পাকাপাকি ভাবে এই প্রক্রিয়া চালু হয়ে যাবে৷ তবে বেসরকারি ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হলেও স্টেট ব্যাঙ্কের সঙ্গে হোয়াটসঅ্যাপের এই পরিষেবা যুক্ত করা যাবেনা বলেই তখন জানিয়েছিল আরবিআই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + eight =