জিও-ভোডাফোন-এয়ারটেলকে মোটা ছাড় কেন্দ্রের, অবশেষে স্বস্তি

নয়াদিল্লি: সরকার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ না হলে সময়মতো ঋণ পরিশোধ করা সম্ভব নাও হতে পারে বলে ঋণদাতাদের জানিয়ে দিয়েছিল ভোডাফোন৷ কেন্দ্রের শরণাপন্ন হয়েছিল এয়ারটেলও৷ এবার ওই দুই সংস্থাকে স্বস্তি দিয়ে বড়সড় ঘোষণা করল কেন্দ্রের মোদি সরকার৷ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছে, টেলিকম শিল্পের সমস্যার কথা মাথায় রেখে সরকারি বকেয়া অর্থ মেটানো দু’বছরের

জিও-ভোডাফোন-এয়ারটেলকে মোটা ছাড় কেন্দ্রের, অবশেষে স্বস্তি

নয়াদিল্লি: সরকার ত্রাতার ভূমিকায় অবতীর্ণ না হলে সময়মতো ঋণ পরিশোধ করা সম্ভব নাও হতে পারে বলে ঋণদাতাদের জানিয়ে দিয়েছিল ভোডাফোন৷ কেন্দ্রের শরণাপন্ন হয়েছিল এয়ারটেলও৷ এবার ওই দুই সংস্থাকে স্বস্তি দিয়ে বড়সড় ঘোষণা করল কেন্দ্রের মোদি সরকার৷

কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছে, টেলিকম শিল্পের সমস্যার কথা মাথায় রেখে সরকারি বকেয়া অর্থ মেটানো দু’বছরের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কেন্দ্রের এই সিদ্ধান্তের জন্য ফলে ভারতী এয়ারটেল ও ভোডাফোন, রিলায়্যান্স জিয়োর বকেয়া ৪২ হাজার কোটি টাকার বকেয়া মেটাতে হবে না৷ সরকারের খতি হলেও টেলিমক শিল্পে কিছু হতেই মুখ রক্ষা হবে বলে মনে করা হচ্ছে৷

বকেয়া লাইসেন্স-সহ বিভিন্ন মাসুল কমানোর জন্য আর্জি জানায় শিল্প মহল৷ টেলিকম শিল্প আর্থিক সমস্যার কারণে ক্যাবিনেট সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে কেন্দ্র৷ এরপর এয়ারটেল ও ভোডাফোন এবং রিলায়্যান্স জিয়োর বকেয়া ৪২ হাজার কোটি দু’বছরের জন্য স্থগিত রাখা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *