শীঘ্রই বাজারে আসছে জিও ফোন নেক্সট

শীঘ্রই বাজারে আসছে জিও ফোন নেক্সট

নয়াদিল্লি: দীপাবলির আগেই ভারতের বাজারে লঞ্চ করবে জিও-র ৪জি স্মার্টফোন। সংস্থার তরফে এমনটাই জানা গিয়েছে৷ 

“মেকিং অফ জিও ফোন নেক্সট” বলে একটি অ্যাড ফিল্ম রিলায়েন্সের তরফে দীপাবলির আগেই রিলিজ করা হয়েছে। ভারতেই তৈরি হয়েছে এই ফোন, অবশ্যই নতুন চমক দেবে৷ জিও-র তরফে প্রকাশিত অ্যাড ফিল্মে দেখানো গিয়েছে, তাদের এই নতুন ফোন ‘মেড ইন ইন্ডিয়া, ‘মেড ফর ইন্ডিয়া’ এবং মেড বাই ইন্ডিয়ান্স’। খুবই কম দামে এই জিও ফোন নেক্সট বাজারে এনে ভারতীয়দের ডিজিটাল টেকনোলজির সমান সুবিধা দেওয়ার চেষ্টা করা হবে। 

ভারতেই তৈরি এই ফোনটিতে থাকবে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। জিও-র তরফে প্রকাশ করা অ্যাড ফিল্মে বলা হয়েছে, এই নতুন ফোনটি জিও এবং গুগলের মিলিত প্রয়াসে তৈরি নতুন প্রগতি অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হবে, যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যুক্ত। প্রগতি মানে প্রোগ্রেস বা উন্নতি। জিও কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নতুন ফোনটিতে কোয়ালকম মোবাইল প্রসেসর ছাড়াও রয়েছে স্মার্ট এবং পাওয়ারফুল ক্যামেরা। ক্যামেরায় থাকছে ফোটোগ্রাফি মোড, পোট্রেট মোড এবং নাইট মোডের মতো উন্নত সব ফিচার। এছাড়াও জিওর নয়া ফোনটিতে রয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং রিড অ্যালাউড ফিচার। অন্যান্য বিভিন্ন ধরনের ফিচারও মিলবে এই ফোনটিতে৷

ভারতীয়দের আর্থিক সামর্থ্যের কথা ভেবেই জিও-র এই নতুন ফোন নিয়ে আসা হচ্ছে। এর জন্য এই ফোনটির দামও যাতে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে থাকে, সেদিকে খেয়াল রাখা হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। জিওর লক্ষ্য, ভারতেই ভারতীয়দের হাতে তৈরি এই ফোনেট মাধ্যমে সকল ভারতবাসীর কাছে ডিজিটাল পরিষেবা পৌঁছে দেওয়া। ডিজিটাল ভারতকে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য এই নতুন ৪জি ফোনটির৷ সেই উদ্দেশ্যেই এটি লঞ্চ করতে চলেছে জিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =