ফ্রি কল তুলে মিনিট পিছু টাকা নেওয়ার ঘোষণা জিও’র

নয়াদিল্লি: ভারতীয় ইন্টারনেট দুনিয়ায় নয়া বিপ্লব এনেছিলেন মুকেশ আম্বানি৷ রিলায়েন্স জিওর হাত ধরে দ্রুতগতির ইন্টারনেটে গা ভাসিয়েছিল গোটা দেশ৷ আর সেই সুবাদে জনপ্রিয়তার শিখরে উঠেছিল রিলায়েন্স জিও৷ দেশের সমস্ত টেলিকম সংস্থার কোমর ভেঙে দেশজুড়ে কার্যত একচেটিয়া ব্যবসা বাড়িয়েছিল মুকেশ আম্বানির সংস্থা৷ কিন্তু প্রায় বছর দু’য়েক একচ্ছত্র ব্যবসার পর এবার গ্রাহকদের বিনা খরচায় ফোন কলের উপর

3 stocks recomended

নয়াদিল্লি: ভারতীয় ইন্টারনেট দুনিয়ায় নয়া বিপ্লব এনেছিলেন মুকেশ আম্বানি৷ রিলায়েন্স জিওর হাত ধরে দ্রুতগতির ইন্টারনেটে গা ভাসিয়েছিল গোটা দেশ৷ আর সেই সুবাদে জনপ্রিয়তার শিখরে উঠেছিল রিলায়েন্স জিও৷ দেশের সমস্ত টেলিকম সংস্থার কোমর ভেঙে দেশজুড়ে কার্যত একচেটিয়া ব্যবসা বাড়িয়েছিল মুকেশ আম্বানির সংস্থা৷ কিন্তু প্রায় বছর দু’য়েক একচ্ছত্র ব্যবসার পর এবার গ্রাহকদের বিনা খরচায় ফোন কলের উপর লাগাম আনতে চলেছে রিলায়েন্স জিও৷

সংস্থার তরফে জানানো হয়েছে, এখন থেকে আর আনলিমিটেড ফোন কলের সুযোগ পাওয়া যাবে না৷ গ্রাহকরা সেই জন্য অন্য নেটওয়ার্কে কল করতে গেলে ৬ পয়সা করে ফোন চার্জ দিতে হবে৷ জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করতে গেলে গ্রাহককে প্রতি মিনিট ৬ করে চার্জ গুনতে হবে৷ তবে স্বস্তির খবর একটাই, জিও থেকে জিওর নম্বরে ফোন করতে গেলে আপাতত কোনও কল চার্জ দিতে হবে না৷ ২০২০ সালের পয়লা জানুয়ারি থেকে নয় এই ব্যবস্থা কার্যকর হবে বলে জানানো হয়েছে জিও তরফে৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

(function(){
var param = {
“pk”: “kjn49”,
“aduid”: 523
};
var d=top.document,s=d.createElement(“script”),u=[],p;param.u=d.location.href;param.ref=d.referrer;param.phR=Math.random()+”_”+(new Date).getTime();for(p in param)if(param.hasOwnProperty(p))u.push(p+”=”+encodeURIComponent(param[p]));s.src=”//ic.ph.affinity.com/init.js?”+u.join(“&”);s.type=”text/javascript”;d.getElementsByTagName(“head”)[0].appendChild(s);
})();

এতদিন ইন্টারনেটের পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পেতেন গ্রাহকরা৷ যেকোনও নেটওয়ার্কে কল করলে কোনও পয়সা দিতে হত না৷ কিন্তু এখন থেকে পয়সা গুনতে হবে গ্রাহকদের৷ এই ঘোষণায় প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকার বেশি ঘাটতির মুখে পড়তে হয় এয়ারটেল ও ভোডাফোনের সংস্থাকে৷ এই নিয়ে দায়ের হয় মামলা৷ ট্রায়ের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আনলিমিটেড কলের সুযোগ দিতে পারবেল না জিও৷ গ্রাহকদের থেকে নিতে হবে হবে মূল্য৷ আর সেই সুবাদে গ্রাহকদের পয়সার বিনিময়ে ফোন কলের সুবিধা দিতে চলেছে জিও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *