Flipkart Sale: কোন ফোনে কত ছাড়? দেখুন এখানে

নয়াদিল্লি: আগামী সপ্তাহে ফের নতুন অফার নিয়ে হাজির হচ্ছে Flipkart। Big Shopping Days Sale–এ সস্তা হবে স্মার্টফোন, ক্যামেরা, ল্যাপটপ, টিভি, স্পিকার সহ বিভিন্ন জনপ্রিয় প্রোডাক্ট। এই সেলে HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন। ১৫ থেকে ১৯ মে পর্যন্ত Flipkart এ এই সেল চলবে। Flipkart Big Shopping Days সেলের টিজার পেজে

Flipkart Sale: কোন ফোনে কত ছাড়? দেখুন এখানে

নয়াদিল্লি: আগামী সপ্তাহে ফের নতুন অফার নিয়ে হাজির হচ্ছে Flipkart। Big Shopping Days Sale–এ সস্তা হবে স্মার্টফোন, ক্যামেরা, ল্যাপটপ, টিভি, স্পিকার সহ বিভিন্ন জনপ্রিয় প্রোডাক্ট। এই সেলে HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন। ১৫ থেকে ১৯ মে পর্যন্ত Flipkart এ এই সেল চলবে।

Flipkart Big Shopping Days সেলের টিজার পেজে ইতিমধ্যেই জনপ্রিয় সব স্মার্টফোনে ছাড় দেওয়ার ঘোষণা করেছে ই-কমার্স কোম্পানি৷ এই সেলে সস্তা হবে Samsung Galaxy J6। এছাড়াও সস্তা হবে Asus Zonfone Max Pro M1। মাত্র ৭৯৯৯ টাকা থেকে এই ফোনের দাম শুরু হবে৷ ৬৯৯৯ টাকায় পাওয়া যাবে realme C1। এছাড়াও ১৪৯৫০ টাকায় Oppo K1 ফোনের 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে। সঙ্গে থাকছে নো কস্ট ইএমআইয়ের সুবিধা। এছাড়াও ৭৯৯৯ টাকায় পাওয়া যাবে Nokia 5.1 Plus। Nokia 6.1 Plus এর দাম শুরু হচ্ছে ১২৯৯৯ টাকা থেকে।

Big Shopping Days সেলে সস্তা হবে একাধিক Honor স্মার্টফোন। ১২৯৯৯ তাকায় পাওয়া যাবে Honor 10 Lite। Honor 9 Lite সস্তা হয়ে ৭৯৯৯ তাকায় পাওয়া যাবে। এছাড়াও সস্তা হচ্ছে Honor 8X। ১৯৯৯৯ টাকার পরিবর্তে ১৪৯৯৯ টাকায় পাওয়া যাবে এই স্মার্টফোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =