Flipkart Mobiles Bonanza: কোন ফোনে কত ছাড়?

স্মার্টফোনে দুর্দান্ত সেল নিয়ে হাজির Flipkart। আগামী ২৮ মার্চ পর্যন্ত চলবে Flipkart Mobiles Bonanza Sale। স্মার্টফোনে দুর্দান্ত ছাড় পাওয়া যাচ্ছে। Axis Bank ক্রেডিট কার্ড গ্রাহকরা ইএমআইতে পাবেন ৫ শতাংশ অতিরিক্ত ছাড়। এই সেলে সস্তা হয়েছে Redmi Note 6 Pro, Poco F1, Asus ZenFone Max M2, Google Pixel 3 আর Samsung Galaxy Note 8 এর মতো

Flipkart Mobiles Bonanza: কোন ফোনে কত ছাড়?

স্মার্টফোনে দুর্দান্ত সেল নিয়ে হাজির Flipkart। আগামী ২৮ মার্চ পর্যন্ত চলবে Flipkart Mobiles Bonanza Sale। স্মার্টফোনে দুর্দান্ত ছাড় পাওয়া যাচ্ছে। Axis Bank ক্রেডিট কার্ড গ্রাহকরা ইএমআইতে পাবেন ৫ শতাংশ অতিরিক্ত ছাড়। এই সেলে সস্তা হয়েছে Redmi Note 6 Pro, Poco F1, Asus ZenFone Max M2, Google Pixel 3 আর Samsung Galaxy Note 8 এর মতো জনপ্রিয় স্মার্টফোনগুলি।

Poco F1 6GB RAM আর 128GB স্টোরেজ কিনতে 24,999 টাকার পরিবর্তে 20,999 টাকা খরচ হবে। 14,990 টাকার পরিবর্তে মাত্র 11,990 টাকায় পাওয়া যাচ্ছে Realme 2 Pro। Vivo Y81 (3GB, 32GB) ফোনের দাম 13,990 টাকা থেকে কমে 8,490 টাকা হয়েছে। Asus Zenfone Max Pro M1 এর দাম শুরু হচ্ছে 7,999 টাকা। ZenFone Max M1 ফোনের দাম শুরু হচ্ছে 6,499 টাকা থেকে। ZenFone Lite L1 এর দাম শুরু হচ্ছে 4,999 টাকা থেকে। 24,999 টাকা থেকে পাওয়া যাচ্ছে ZenFone 5Z। সস্তা হয়েছে একাধিক Honor স্মার্টফোন। 11,999 টাকায় পাওয়া যাচ্ছে Honor 10 Lite। Honor 9 Lite এর দাম শুরু হচ্ছে 7,999 টাকা থেকে। 36,990 টাকায় পাওয়া যাচ্ছে Samsung Galaxy Note 8। Galaxy S8 এর দাম শুরু হচ্ছে 29,990 টাকা থেকে। এছাড়াও এক্সচেঞ্জে ছাড় দিচ্ছে Oppo ও Vivo।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =