নতুন স্মার্টফোন কিনতে চান? আকর্ষণীয় ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট

নতুন স্মার্টফোন কিনতে চান? আকর্ষণীয় ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট

 

নয়াদিল্লি: পুজোর আমেজ শুরু বাংলায়৷ একইসঙ্গে পাল্লা দিয়ে চলছে কেনাকাটাও৷ আর এই আবহেই ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে ফ্লিপকার্ডের বিগ বিলিয়ন ডে অফার৷ যার ফলে অনলাইনেও এবার চুটিয়ে শপিং করবে গোটা দেশ৷ এবার ফ্লিপকার্টে স্মার্ট ফোনের ওপর থাকবে আকর্ষণীয় ছাড়৷ মোটরওয়ালা এজ প্লাস, গ্যালাক্সি এস২০ প্লাস ও আইকিউওও ৩ তে থাকবে নানা ধরণের ছাড়ের সুবিধা৷ যার ফলে পুজোর মরশুমে বেস্ট ডিলেই মিলবে স্মার্ট ফোন৷ ২১ অক্টোবর পর্যন্ত চলবে ফ্লিপকার্টের এই সেল৷

যারা ফ্লিপকার্ট প্লাসের সদস্য তারা ১৫ অক্টোবর থেকেই এই কেনাকাটা করার সুযোগ পাবে৷ একইসঙ্গে যারা এসবিআই-এর গ্রাহক অর্থাত্ যাদের কাছে এসবিআইয়ের ডেবিট ও ক্রেডিট কার্ড রয়েছে তারা পাবে ১০ শতাংশ ডিসকাউন্ট৷ শুধু স্মার্ট ফোনেই নয় ইলেক্ট্রনিক গ্যাজেট, জামাকাপড় নানা ধরণের দ্রব্যের ওপর থাকবে আকর্ষণীয় ছাড়৷ ফ্লিপকার্টের সঙ্গেই অ্যামাজনেও শুরু হতে চলেছে ‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল’৷ যা শুরু হচ্ছে ১৭ অক্টোবর থেকে৷ ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’র সেলে Moto G9 পাওয়া যাবে ৯৯৯৯ টাকায়৷ যার আসল দাম ১১, ৪৯৯৷ Moto Edge + এর দাম ৭৪,৯৯৯৷ তবে এই সেলে ১০,০০০ টাকা ডিসকাউন্ট দিয়ে এর দাম পড়বে ৬৪,৯৯৯৷

পাশাপাশি IQOO 3 -এর দাম কমে তা পাওয়া যাবে মাত্র ২৯, ৯৯০ টাকায়৷ একইসঙ্গে Samsung প্রেমীদের জন্যও রয়েছে সুখবর৷ মাত্র ৪৯, ৯৯৯ টাকায় পাওয়া যাবে Galaxy S20+৷ তবে ১৬ অক্টোবরের আগেই ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট স্মার্টফোন,  জুতো–সহ বেশ কিছু প্রোডাক্ট প্রি–বুকিং করার সুযোগ দিচ্ছে গ্রাহকদের। আর এর জন্য খরচ পড়বে মাত্র ১ টাকা। সম্প্রতি ফ্লিপকার্টের পক্ষ থেকে এমনটাই ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এই প্রি–বুকিং অফার চলবে। যে যে দ্রব্যে প্রি–বুকিংয়ের অফার চলছে সেগুলো মাত্র ১ টাকা দিয়ে বুক করে রাখতে পারবেন গ্রাহকেরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − five =