অবশেষে নিষিদ্ধ হল জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ TikTok

নয়াদিল্লি: অবশেষে ভারতে নিষিদ্ধ হল জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ TikTok। ভারতবর্ষে আর ডাউনলোড করা যাবে না এই সংস্থার অ্যাপ৷ Apple ও Google playstore থেকে সরিয়ে নেওয়া হয়েছে অ্যাপটি৷ চলতি মাসেই তামিলনাড়ুর হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে এই অ্যাপ নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল৷ কেন্দ্রীয় সরকারের কাছে এই মর্মে আবেদন করেছিল, এই অ্যাপের মাধ্যমে অবাঞ্ছিত ভিডিও তৈরি করে ছড়িয়ে

অবশেষে নিষিদ্ধ হল জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ TikTok

নয়াদিল্লি: অবশেষে ভারতে নিষিদ্ধ হল জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ TikTok। ভারতবর্ষে আর ডাউনলোড করা যাবে না এই সংস্থার অ্যাপ৷ Apple ও Google playstore থেকে সরিয়ে নেওয়া হয়েছে অ্যাপটি৷

চলতি মাসেই তামিলনাড়ুর হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে এই অ্যাপ নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল৷ কেন্দ্রীয় সরকারের কাছে এই মর্মে আবেদন করেছিল, এই অ্যাপের মাধ্যমে অবাঞ্ছিত ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে৷ পরে, কেন্দ্রীয় সরকারের তরফে তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া শুরু হয়৷ কেন্দ্রীয় সরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখন থেকে Apple স্টোর ও Google playstore-এর থেকে তুলে নিতে হবে TikTok৷ ভারতে করা যাবে না ডাউনলোড৷ কেন্দ্রের এই নির্দেশ মেনে বুধবার সকাল থেকেই Apple store ও Google playstore থেকে অ্যাপটি ডাউনলোড করার অপশন বন্ধ করে দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *