ওয়াশিংটন: ভারতে হোয়াটসঅ্যাপ পেমেন্ট সার্ভিস ছাড়পত্র না পেলেও আমরিকায় নিজেদের ‘ফেসবুক পে’ পেমেন্ট সার্ভিস শুরু করে দিল ফেসবুক৷ এই অ্যাপ থেকে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মাধ্যমে পেমেন্ট করা যাবে৷
গেম, ইভেন্ট টিকিট, টাকা লেনদেন করার জন্য ‘হোয়াটসঅ্যাপ’ থেকে এবং বিশেষ ক্ষেত্রে যেমন বাছাই করা কোনো পেজ থেকে কিছু কেনার ক্ষেত্রে অথবা ব্যবসায়িক লেনদেনের জন্য ‘ফেসবুক মার্কেটপ্লেস’ থেকে পেমেন্ট করা যাবে৷ আর্থিক লেনদেনের ক্ষেত্রে পিন অথবা বায়োমেট্রিক পদ্ধতির ফিঙ্গার প্রিন্ট, ফেস আইডি ব্যবহার করা যাবে৷ কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার স্টোর করার ক্ষেত্রে নিরাপত্তা আরও জোরদার করতে ‘ফেসবুক পে’ অ্যাপ-কে বিশেষ ভাবে তৈরি করা হয়েছে৷ পেমেন্টের জন্য সমস্ত বড় বড় ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ড ছাড়াও পেপল ব্যবহার করা যাবে৷
ফেসবুকের দাবি বর্তমান আর্থিক পরিকাঠামো এবং অংশীদারিত্বের ভিত্তিতে তৈরী হয়েছে এই পেমেন্ট অ্যাপ, যা তাদের ডিজিটাল কারেন্সি ‘লিব্রা’ নেটওয়ার্কের ‘ক্যালিবার ওয়ালেট’-এর থেকে সম্পূর্ণ পৃথক৷ ফেসবুকের মার্কেটে প্লেসের ভাইস প্রেসিডেন্ট ডেবোরা লিউ জানিয়েছেন ধীরে ধীরে এই পেমেন্ট সার্ভিস আরও বেশী মানুষ এবং আরও বেশী জায়গায় পৌঁছে দেওয়া হবে৷