সাধারণ নির্বাচনের ঠিক আগে একের পর এক প্রোফাইল ও পেজ ডিলিট করে দিল Facebook ও Twitter৷ এই প্রোফাইল ও পেজগুলি থেকে ভুয়ো খবর ছড়ানো হচ্ছিল বলে অভিযোগ৷
প্রতিবেশী দেশ বাংলাদেশে সবথেকে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক Facebook। বাংলাদেশে প্রায় তিন কোটি মানুষ Facebook ব্যবহার করেন৷ ভোটের ঠিক আগে বাংলাদেশের ৯টি পেজ ডিলিট করে দেয় Facebook কর্তৃপক্ষ৷ এই পেজগুলি থেকে সরকারের বিরুদ্ধে ভুয়ো খবর প্রচারের অভিযোগ রয়েছে৷ এছাড়াও ভোটের ঠিক আগে বেআইনি কাজ করার জন্য ছয়টি অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে Facebook। এর মধ্যে একটি অ্যাকাউন্টে 11,900 জন ফলোয়ার ছিলেন৷ অন্য জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Twitter জানিয়েছে বাংলাদেশে ১৫টি এমন অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গিয়েছে যে অ্যাকাউন্টগুলি থেকে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে৷