ফেসবুকে বন্ধ হবে এই ফিচার, মুছে ফেলা হবে ১০০ কোটি মানুষের ‘মুখ’

ফেসবুকে বন্ধ হবে এই ফিচার, মুছে ফেলা হবে ১০০ কোটি মানুষের ‘মুখ’

নিউ ইয়র্ক:  ইউজারদের স্বার্থে বড়সড় সিদ্ধান্ত ফেসবুকের৷ নিজেদের ফেস রেকগনিশন সিস্টেম বন্ধ করছে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট৷ এবার থেকে ছবি বা ভিডিয়ো পোস্ট করা হলে নিজে থেকে আপনাকে চিহ্নিত করবে না ফেসবুক৷ মঙ্গলবার সংস্থার তরফে জানানো হয়, এই পরিবর্তনের ফলে প্রভাবিত হবে এক বিলিয়ন ইউজার৷ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সদস্যদের গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন সংস্থা৷ তাঁর স্বার্থ রক্ষার্থেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক৷ 

আরও পড়ুন- উৎসবের মরশুমে কমছে ভোজ্য তেলের দাম, হাসি ফুটল আম জনতার মুখে

দিন কয়েক আগেই নিজেদের পরিচয় বদলে ফেলেছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট। মার্ক জুকারবার্গ নিজে জানিয়েছেন, ফেসবুকের নাম বদলে হচ্ছে মেটা। নাম পরিবর্তনের সিদ্ধান্ত জানানোর পর নানা রকম মন্তব্য করেছিল নেটিজেনরা৷ নাম পরিবর্তন হতে না হতেই এবার  অতি জনপ্রিয় ফেস রেকগনিশন সিস্টেম ফিচারটি সরিয়ে ফেলছে ফেসবুক কর্তৃপক্ষ। উল্লেখ্য, ১০ বছর আগে এই সিস্টেমটা চালু করেছিল সংস্থা। ইউজাররা যখনই কোনও ছবি বা ভিডিও পোস্ট করতেন, নিজে থেকেই মুখ চিহ্নিত করত ফেসবুক। ফলে খুব সহজেই সেই ইউজারকে ট্যাগ করা যেত। কিন্তু এবার থেকে তেমনটা আর হবে না৷ এই ফিচারটি ইউজারদের কাছে জনপ্রিয় হলেও, এর খারাপ দিকটি তুলে ধরেছেন সাইবার বিশেষজ্ঞরা৷ এই ফিচারের মাধ্যমে খুব সহজেই খুঁজ নেওয়া যেত ইউজারকে৷ এতে অ্যাকাউন্টের গোপনীয়তা লঙ্ঘিত হয়৷ 

এই বিষয়ে একটি বিবৃতিতে সংস্থার তরফে বলা হয়, ‘‘ফেসবুকের সক্রিয় ইউজারদের এক তৃতীয়াংশেরও বেশি আমাদের ফেস রেকগনিশন সেটিং বেছে নিয়েছে৷ এই ফিচারটি সরিয়ে নেওয়া হলে এক বিলিয়নেরও বেশি মানুষের স্বতন্ত্র মুখের চিহ্নিতকরণের টেমপ্লেট মুছে ফেলা হবে।’ মেটার আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের ভাইস প্রেসিডেন্ট বলেন, সমস্ত প্রযুক্তিরই দুটি দিক রয়েছে। ভালো ও মন্দ৷ এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষা করার চেষ্টা করা হবে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − three =