নয়াদিল্লি: ফের ফেসবুকে বিপর্যয়৷ ডাউন ফেসবুকের সার্ভার৷ বাংলা-সহ গোটা বিশ্বজুড়ে দেখা গিয়েছে ফেসবুক বিভ্রাট৷ লগইন থেকে শুরু করে ছবি আপলোড করতেও সমস্যা দেখা হয়৷ আজ বিকেল ডট কমের ফেসবুক পেজেও এই সমস্যা দেখা দেয়৷ তবে, শুধু আজ বিকেল ডট কম নয়, ফেসবুক বিভ্রাটে পড়েন কয়েক কোটি ইউজার৷
জানা গিয়েছে, ভারত-সহ আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন ও গোটা ইউরোপের এর প্রভাব পড়ে৷ ফেসবুক খুলতেও সমস্যায় পড়েন কয়েক কোটি ইউজার৷ এ নিয়ে ট্যুইটারে নিজেদের ক্ষোভ উগড়ে দেন বহু ফেসবুক ইউজার৷ যদিও, সাময়িক বিভ্রাট প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেনি ফেসবুক কর্তৃপক্ষ৷
#FacebookDown, #InstagramDown, and #WhatsappDown are trending worldwide as of Wednesday night, July 3, 2019.
Are you experiencing problems with your social accounts? pic.twitter.com/RuUKVvVq4J
— Rappler (@rapplerdotcom) July 3, 2019
Facebook is having technical issues. Some users are not able to see pictures in Facebook, Instagram, and Messenger. According to Downdetector problems are mainly in Europe and in the US. #facebook #down pic.twitter.com/CIHVwvKO0L
— Filip Struhárik (@filip_struharik) July 3, 2019
গত মার্চ মাসে গোটা বিশ্বজুড়ে কয়েক ঘণ্টার জন্যে অচল হয়ে গিয়েছিল ফেসবুক ও হোয়াটস্যআপ এবং ইন্সটাগ্রাম৷ সেবার কনফিগারেশনের বদলকে কারণ হিসেবে দায়ী করা হলেো এবার কী কারণে এই ভোগান্তি? এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি ফেসবুক কর্তৃপক্ষ৷