ফেসবুক বিভ্রাট এবার বাংলায়, বিশ্বজুড়ে প্রভাব

নয়াদিল্লি: ফের ফেসবুকে বিপর্যয়৷ ডাউন ফেসবুকের সার্ভার৷ বাংলা-সহ গোটা বিশ্বজুড়ে দেখা গিয়েছে ফেসবুক বিভ্রাট৷ লগইন থেকে শুরু করে ছবি আপলোড করতেও সমস্যা দেখা হয়৷ আজ বিকেল ডট কমের ফেসবুক পেজেও এই সমস্যা দেখা দেয়৷ তবে, শুধু আজ বিকেল ডট কম নয়, ফেসবুক বিভ্রাটে পড়েন কয়েক কোটি ইউজার৷ জানা গিয়েছে, ভারত-সহ আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন

ফেসবুক বিভ্রাট এবার বাংলায়, বিশ্বজুড়ে প্রভাব

নয়াদিল্লি: ফের ফেসবুকে বিপর্যয়৷ ডাউন ফেসবুকের সার্ভার৷ বাংলা-সহ গোটা বিশ্বজুড়ে দেখা গিয়েছে ফেসবুক বিভ্রাট৷ লগইন থেকে শুরু করে ছবি আপলোড করতেও সমস্যা দেখা হয়৷ আজ বিকেল ডট কমের ফেসবুক পেজেও এই সমস্যা দেখা দেয়৷ তবে, শুধু আজ বিকেল ডট কম নয়, ফেসবুক বিভ্রাটে পড়েন কয়েক কোটি ইউজার৷

জানা গিয়েছে, ভারত-সহ আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন ও গোটা ইউরোপের এর প্রভাব পড়ে৷ ফেসবুক খুলতেও সমস্যায় পড়েন কয়েক কোটি ইউজার৷ এ নিয়ে ট্যুইটারে নিজেদের ক্ষোভ উগড়ে দেন বহু ফেসবুক ইউজার৷ যদিও, সাময়িক বিভ্রাট প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেনি ফেসবুক কর্তৃপক্ষ৷

গত মার্চ মাসে গোটা বিশ্বজুড়ে কয়েক ঘণ্টার জন্যে অচল হয়ে গিয়েছিল ফেসবুক ও হোয়াটস্যআপ এবং ইন্সটাগ্রাম৷ সেবার কনফিগারেশনের বদলকে কারণ হিসেবে দায়ী করা হলেো এবার কী কারণে এই ভোগান্তি? এখনও পর্যন্ত  কোনও বিবৃতি দেয়নি ফেসবুক কর্তৃপক্ষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 8 =