কেয়ার রিঅ্যাকশন, করোনা পরিস্থিতিতে নয়া ফিচার ফেসবুকের

কেয়ার রিঅ্যাকশন, করোনা পরিস্থিতিতে নয়া ফিচার ফেসবুকের

নয়াদিল্লি: লকডাউন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ জারি করেছে সরকার। এই অবস্থায় ভার্চুয়াল জগতের শরণাপন্ন হচ্ছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। কোভিড ১৯ মহামারী পরিস্থিতিতে ব্যবহারকারীরা ঘরে থেকেই যাতে একে অন্যের প্রতি সমর্থন বোঝাতে পারেন, সেই উদ্দেশ্যে ফেসবুক বাজারে আনল কেয়ার রিঅ্যাকশন। ফেসবুকের টেক কমিউনিকেশন ম্যানেজারের তরফে টুইটে এমনটাই জানানো হয়েছে। সূত্রের খবর, আগামী সপ্তাহের মধ্যেই গোটা বিশ্বের ফেসবুক ব্যবহারকারীরা দেখতে পাবেন ওই নয়া ফিচারটি।

করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ মানতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় অবসর সময় কাটাচ্ছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় জায়েন্ট ফেসবুকের ইউরোপ, মধ্য প্রাচ্য ও আফ্রিকা শাখার প্রযুক্তি সংযোগ ম্যানেজার আলেকজান্দ্রু ভয়সা টুইটারে লিখেছেন, 'আমরা ফেসবুক অ্যাপ্লিকেশন ও মেসেঞ্জারে নতুন রিঅ্যাকশন সংযুক্ত করছি। আনছি কেয়ার রিঅ্যাকশন। এই সঙ্কটজনক পরিস্থিতিতে ব্যবহারকারীরা যাতে একে অন্যের পাশে রয়েছেন, তা বোঝাতে এই ফিচারটি আনার পরিকল্পনা করেছি আমরা। কোভিড ১৯ মহামারীর সময় এই নতুন ফিচারটির মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের সমর্থন বোঝানোর জন্য অতিরিক্ত সুযোগ পাবেন। এই বিষয়ে আশাবাদী আমরা।'

এই মুহূর্তে ফেসবুকে রিঅ্যাকশন রয়েছে ছ'টি। পছন্দ, ভালবাসা, দুঃখ, হাসি, রাগ এবং ওয়াও। সংবাদসূত্রে জানা গেছে, ফেসবুকের নতুন রিঅ্যাকশনটি থাকবে ভালবাস ও হাসির রিঅ্যাকশনের মাঝখানে। আগামী সপ্তাহের মধ্যে ফেসবুকের সব ব্যবহারকারীদের কাছে সহজলভ্য হবে ফিচারটি। তবে বৃহস্পতিবার মেসেঞ্জারের জন্য হৃৎস্পন্দনের রিঅ্যাকশন চালু করছে সংস্থাটি, এমনটাই সংবাদসূত্রে জানা গেছে।

গোটা বিশ্বে করোনা পরিস্থিতি ভয়ানক হয়ে উঠেছে। এই অবস্থায় মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এমনটাই দস্তুর। কিন্তু সোশ্যাল ডিসট্যান্সিংয়ের জেরে সশরীরে পাশে থাকার উপায় নেই মানুষের। তাই ভার্চুয়াল জগতে ওই নতুন রিঅ্যাকশনটি একে অন্যের পাশে রয়েছেন, তা বোঝাতে ব্যবহারকারীদের সাহায্য করবে বলেই আশাবাদী ফেসবুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

করোনা সঙ্কটে ফেসবুক আনল ভালোবাসার নয়া ইমোজি, কেয়ার

করোনা সঙ্কটে ফেসবুক আনল ভালোবাসার নয়া ইমোজি, কেয়ার

ওয়াশিংটন: করোনা সারা বিশ্বে মহামারীর আকার ধারণ করেছে৷  করোনা সংক্রমণ রুখতে সারা দেশ আজ গৃহবন্দি৷ টেলিভিশনের পর্দায় চোখ রাখলে করোনা আক্রান্ত ও মৃত্যুর খবর ভেসে আসছে৷ এই মৃত্যু মিছিলের শেষ কোথায় কারও জানা নেই৷ পরিস্থিতি মোকাবিলা করতে দিন রাত গবেষকরা চেষ্টা চালাচ্ছেন৷ শুধু উপায় একটা ভ্যাকসিনের৷ এই পরিস্থিতি ফেসবুক  লাইক অপশনে  ও ম্যাসেঞ্জারে দুটো সাইন নিয়ে এল৷ ফেসবুকের ভাষায় একে বলা হচ্ছে কেয়ার সাইন৷

ফেসবুকের তরফে জানানো হয়েছে, করোনাকে হারানোর জন্য মানুষকে গৃহবন্দি থাকতে হচ্ছে৷ করোনা মোকাবিলার জন্য ঘর থেকেই কাজ করতে হচ্ছে অনেককে৷ বাড়ির শিশুরা ভার্চুয়াল ক্লাস করছে অনলাইনে৷ এই পরিস্থিতিতে সকলের জন্য কেয়ার প্রয়োজন৷ আলাদা যত্নের প্রয়োজন৷  ফেসবুক  একটি ঘোষণার মাধ্যমে এই দুটো সাইনের কথা প্রকাশ করেছে৷ ফেসবুকের তরফে জানানো হয়েছে, এখন সকলের যত্নের প্রয়োজন৷ বিশ্বের প্রতিটি মানুষ প্রচণ্ড খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে৷ তাই যাদের জন্য আমরা চিন্তা করি, যাদেরকে  আমরা ভালোবাসি , তাদেরকে  নিজেদের ভাবনা প্রকাশ করার জন্য এই অপশন নিয়ে আসা হয়েছে৷ একটি অপসন ফেসবুক ও অন্য একটি অপশন ম্যাসেনজারে পাওয়া যাবে বলে ফেসবুকের তরফে জানানো হয়েছে৷

সারা বিশ্বে প্রায় ২১ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন৷ দেড় লক্ষের ওপর মানুষ করোনায় মারা গিয়েছে৷ করোনায় আমেরিকার অবস্থা সব থেকে খারাপ৷ আমেরিকায় প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন৷ প্রায় ৪০ হাজার মানুষ করোনায় মারা গিয়েছে৷ এছাড়া ইউরোপের বিভিন্ন দেশ যেমন ইতালি, স্পেন, ব্রিটেন ও ফ্রান্সের অবস্থাও খারাপ বলে জানা গিয়েছে৷ ইউরোপে করোনায় এক লক্ষের মতো মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *