নয়াদিল্লি: লকডাউন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ জারি করেছে সরকার। এই অবস্থায় ভার্চুয়াল জগতের শরণাপন্ন হচ্ছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। কোভিড ১৯ মহামারী পরিস্থিতিতে ব্যবহারকারীরা ঘরে থেকেই যাতে একে অন্যের প্রতি সমর্থন বোঝাতে পারেন, সেই উদ্দেশ্যে ফেসবুক বাজারে আনল কেয়ার রিঅ্যাকশন। ফেসবুকের টেক কমিউনিকেশন ম্যানেজারের তরফে টুইটে এমনটাই জানানো হয়েছে। সূত্রের খবর, আগামী সপ্তাহের মধ্যেই গোটা বিশ্বের ফেসবুক ব্যবহারকারীরা দেখতে পাবেন ওই নয়া ফিচারটি।
করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ মানতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় অবসর সময় কাটাচ্ছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় জায়েন্ট ফেসবুকের ইউরোপ, মধ্য প্রাচ্য ও আফ্রিকা শাখার প্রযুক্তি সংযোগ ম্যানেজার আলেকজান্দ্রু ভয়সা টুইটারে লিখেছেন, 'আমরা ফেসবুক অ্যাপ্লিকেশন ও মেসেঞ্জারে নতুন রিঅ্যাকশন সংযুক্ত করছি। আনছি কেয়ার রিঅ্যাকশন। এই সঙ্কটজনক পরিস্থিতিতে ব্যবহারকারীরা যাতে একে অন্যের পাশে রয়েছেন, তা বোঝাতে এই ফিচারটি আনার পরিকল্পনা করেছি আমরা। কোভিড ১৯ মহামারীর সময় এই নতুন ফিচারটির মাধ্যমে সাধারণ মানুষ নিজেদের সমর্থন বোঝানোর জন্য অতিরিক্ত সুযোগ পাবেন। এই বিষয়ে আশাবাদী আমরা।'
এই মুহূর্তে ফেসবুকে রিঅ্যাকশন রয়েছে ছ'টি। পছন্দ, ভালবাসা, দুঃখ, হাসি, রাগ এবং ওয়াও। সংবাদসূত্রে জানা গেছে, ফেসবুকের নতুন রিঅ্যাকশনটি থাকবে ভালবাস ও হাসির রিঅ্যাকশনের মাঝখানে। আগামী সপ্তাহের মধ্যে ফেসবুকের সব ব্যবহারকারীদের কাছে সহজলভ্য হবে ফিচারটি। তবে বৃহস্পতিবার মেসেঞ্জারের জন্য হৃৎস্পন্দনের রিঅ্যাকশন চালু করছে সংস্থাটি, এমনটাই সংবাদসূত্রে জানা গেছে।
গোটা বিশ্বে করোনা পরিস্থিতি ভয়ানক হয়ে উঠেছে। এই অবস্থায় মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এমনটাই দস্তুর। কিন্তু সোশ্যাল ডিসট্যান্সিংয়ের জেরে সশরীরে পাশে থাকার উপায় নেই মানুষের। তাই ভার্চুয়াল জগতে ওই নতুন রিঅ্যাকশনটি একে অন্যের পাশে রয়েছেন, তা বোঝাতে ব্যবহারকারীদের সাহায্য করবে বলেই আশাবাদী ফেসবুক।