ভোটের বাজারে ভারতে বন্ধ ফেসবুক

নয়াদিল্লি: কিছু সময়ের জন্য ভারতে বন্ধ হল ফেসবুক৷ ভারতীয় সময়ে বিকেল ৪টে থেকেই ফেসবুকে বিভ্রাট দেখা দেয়৷ ঘণ্টাখানেকের ওপরে বন্ধ থাকে ফেসবুক পরিষেবা। সমস্যা দেখা দেয় ভারতেও৷ কলকাতাতেও ফেসবুকে লগ ইন করতে পারছেন না উপভোক্তারা৷ ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপও একই ভাবে প্রভাব পড়ে৷ গত মাসেও এমনই বিভ্রাটের সম্মুখীন হয়েছিল ফেসবুক। তবে রবিবারের ঘটনা এখনও

ভোটের বাজারে ভারতে বন্ধ ফেসবুক

নয়াদিল্লি: কিছু সময়ের জন্য ভারতে বন্ধ হল ফেসবুক৷ ভারতীয় সময়ে বিকেল ৪টে থেকেই ফেসবুকে বিভ্রাট দেখা দেয়৷ ঘণ্টাখানেকের ওপরে বন্ধ থাকে ফেসবুক পরিষেবা। সমস্যা দেখা দেয় ভারতেও৷ কলকাতাতেও ফেসবুকে লগ ইন করতে পারছেন না উপভোক্তারা৷ ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপও একই ভাবে প্রভাব পড়ে৷

গত মাসেও এমনই বিভ্রাটের সম্মুখীন হয়েছিল ফেসবুক। তবে রবিবারের ঘটনা এখনও পর্যন্ত চলতি বছরের সব থেকে বড় বিভ্রাট বলেই জানা গিয়েছে। দুপুর থেকে সার্ভার সমস্যার জেরে সমস্যায় পড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে। তিনটি সংস্থার ডেস্কটপ সাইট ব্যবহার করতে পারছেন না ব্যবহারকারীরা। তবে মোবাইল অ্যাপ ব্যবহারে সমস্যা হচ্ছে না। গোটা বিশ্বেই এই সমস্যার সম্মুখীন ব্যবহারকারীরা। তবে এখনও সংস্থার পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

শুধু ফেসবুকই নয়, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল অ্যাপলিকেশনেও একই সমস্যা দেখা গিয়েছে। এমনকি হোয়াটসঅ্যাপেও বিভ্রাট দেখা গিয়েছে বলে খবর। যদিও ট্যুইটার এখনও পরিষেবা সচল রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *