নতুন ভিডিয়ো অ্যাপ বাজারে আনল ফেসবুক

নতুন ভিডিয়ো অ্যাপ আনল ফেসবুক বাজারে । জেন ওয়াইয়ের মধ্যে সাড়া ফেলে দেওয়া অ্যাপ টিকটক-কে টেক্কা দিতে এই অ্যাপ লঞ্চ করেছে ফেসবুক। Lasso (ল্যাসো) নামের এই অ্যাপে একাধিক ফিল্টার সহ ছোট ভিডিও পোস্ট করা যাবে। প্রোডাক্ট ম্যানেজার বোয়েন পান টুইট করে Lasso অ্যাপ লঞ্চের খবর প্রকাশ করেন। আপাতত শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে এই অ্যাপ ব্যবহার করা

নতুন ভিডিয়ো অ্যাপ বাজারে আনল ফেসবুক

নতুন ভিডিয়ো অ্যাপ আনল ফেসবুক বাজারে । জেন ওয়াইয়ের মধ্যে সাড়া ফেলে দেওয়া অ্যাপ টিকটক-কে টেক্কা দিতে এই অ্যাপ লঞ্চ করেছে ফেসবুক। Lasso (ল্যাসো) নামের এই অ্যাপে একাধিক ফিল্টার সহ ছোট ভিডিও পোস্ট করা যাবে। প্রোডাক্ট ম্যানেজার বোয়েন পান টুইট করে Lasso অ্যাপ লঞ্চের খবর প্রকাশ করেন। আপাতত শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে এই অ্যাপ ব্যবহার করা যাবে। পরবর্তী কালে ভারত সহ অন্যান্য দেশেও এটি লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে। অ্যাপেটির মধ্যে রয়েছে আকর্ষনীয় সব ভিডিও এডিটিং টুল। এই অ্যাপ ব্যবহার করে গান বা ভিডিওর উপরে টেক্সট ব্যবহার করা যাবে। অ্যান্ডরয়েড ও আইওএস গ্রাহকরা এটি ডাউনলোড করতে পারবেন। নিজের ফেসবুক বা ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে এই অ্যাপে লগ ইন করা যাবে। এছাড়াও Lasso-র পোস্ট সরাসরি ফেসবুক স্টোরিস-এ শেয়ার করা যাবে। তবে এই অ্যাপের সব প্রোফাইল পাবলিক থাকবে। অর্থাৎ কোনভাবেই প্রোফাইলের পোস্ট লুকিয়ে রাখা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 14 =