Aajbikel

বিদ্যুতের বিল হবে অর্ধেক! মিটারের পাশে বসান ৫০০ টাকার এই মেশিন

 | 
বিদ্যুৎ

কলকাতা: মার্চ মাস এলেই উধাও হয় শীতের আমেজ৷ চড়চড় করতে বড়তে থাকে তাপমাত্রার পারদ৷ ফ্যান, এসি ছাড়া থাকাটাই দায়৷ আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে বিদ্যুতের বিল৷ তবে শীতেও বিদ্যুৎ খরচ মন্দ নয়৷ হিটার, গিজারে বিল হয় চড়া৷ অর্থাৎ বছর ভর বয়ে বেরাতে হয় বিলের বোঝা৷  বিদ্যুৎ-এর বিল গুণতে গুণতে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের৷ কিন্তু জানেন কি, একটা সহজ টোটকায় বাড়ির বিদ্যুৎ বিল অর্ধেক করা সম্ভব! এর জন্য শুধু ইনস্টল করতে হবে ওয়েলবার্গ পাওয়ার সেভার (Wellberg Power Saver) নামের একটি ছোট্ট ইলেকট্রনিক ডিভাইস৷ তাতেই হবে মুশকিল আসান৷ কমবে বিদ্যুতের খরচ৷ 

আরও পড়ুন- মাত্র ২৩,৯৮০ টাকায় মিলছে iPhone 13! ব্ল্যাক ফ্রাইডে সেলে কী ভাবে লুটবেন ফায়দা?

Wellberg Power Saver কী? এটি একটি ইলেকট্রিসিটি সেভার ডিভাইস। অনলাইনে এর দাম ৫০০ টাকারও কম৷ সস্তাতেই এই প্রোডাক্টটি পেয়ে যাবেন৷ অনলাইন শপিং স্টোর অ্যামাজনে মজুত রয়েছে এই ডিভাইস। সেই সঙ্গে পেয়ে যাবেন ১০ দিনের রিটার্ন পলিসি। অর্থাৎ কেনার পর পছন্দ না হলে ১০ দিনের মধ্যে তা ফেরত দিয়ে রিফান্ড নিতে পারবেন৷ 

কী ভাবে ইনস্টল করতে হবে?


Wellberg Power Saver-এর ব্যবহার খুবই সহজ। ইলেকট্রিক মিটারের পাশে এই ডিভাইসটি ইনস্টল করতে হবে। এর জন্য বাড়ির ওয়্যারিংয়ে কোনও বদল আনার প্রয়োজন নেই৷ খুব সহজেই প্লাগ করা যাবে এই ইলেকট্রিক সেভিং ডিভাইস। সহজের সাশ্রয় হবে বিদ্যুৎ। এই ডিভাইসের মাধ্যমে ৪০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব৷ 


 কী ভাবে কাজ করবে এই ডিভাইস?
এই ডিভাইসটি ইনস্টল করলে একসঙ্গে পাবেন ডবল বেনিফিট। এটি শুধু বিদ্যুতের সাশ্রয়ই করবে না, ইলেকট্রিক ফ্লো নিয়ন্ত্রণেও সাহায্য করবে৷ ফলে ভোল্টেজ আপ-ডাউনের ফলে বাড়ির বিভিন্ন অ্যাপলায়েন্সে ক্ষতির সম্ভাবনা কমবে। বাড়ির পাশাপাশি অফিসেও এই প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। Wellberg Power Saver বৈদ্যুতিক প্যানেলের ক্যাপাসিট্যান্স এবং পাওয়ার সার্জকে ঠান্ডা করতে সাহায্য করে।


 

Around The Web

Trending News

You May like