চিন: এবার স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের পূর্বাভাস! শীঘ্রই শাওমি ফোনে এই সুবিধা মিলতে চলেছে বলে দাবি করেছে একটি ওয়েবসাইট৷ ওয়েবসাইটটি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই চিনা সংস্থার তরফে এজন্য একটি অত্যাধুনিক প্রযুক্তির পেটেন্টের আবেদন করা হয়েছে।
এই নতুন পেটেন্টের নাম দেওয়া হয়েছে ‘মেথড অ্যান্ড ইকুইপমেন্ট ফর রিয়ালাইজিং সিসমিক মনিটরিং অফ মোবাইল ডিভাইসেস’। এই পেটেন্ট থেকে এমন এক প্রযুক্তির কথা জানা যাচ্ছে, যা ভূমিকম্পের গতিবিধি নজরে রাখবে। আর ভূমিকম্পের আশঙ্কা থাকলে, তা জানিয়ে দেবে এই ডিভাইস। ফলে আগে থেকে সাবধান হওয়া সম্ভব হবে৷ নিরাপদ স্থানে যাওয়ারও সময় মিলবে। এখনও পর্যন্ত অন্য কোনও সংস্থার স্মার্টফোনে এই ধরনের সুবিধা পাওয়া যায়নি। এটা সত্যি হলে, অর্থাৎ এই নতুন প্রযুক্তি থেকে যদি এমন পূর্বাভাস দেওয়া সম্ভব হয়, তাহলে যে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য তা সুখবর তো বটেই৷ এমনকি এতে যে অনেক সুবিধা হবে, তা বলাই বাহুল্য৷
উল্লেখ্য, বিশ্বজুড়ে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে প্রথম বন্যা ও দ্বিতীয় স্থানে ঝড়ের পরই তিন নম্বরে রয়েছে ভূমিকম্প। হিসেব বলছে, ১৯৯৫ থেকে ২০১৫ সাল, এই কুড়ি বছরে সবমিলিয়ে যত প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, তার মধ্যে ৮ শতাংশই ভূমিকম্প। বন্যা ও ঝড়ের পরিমাণ যথাক্রমে ৪৩ ও ২৮ শতাংশ।