Aajbikel

নতুন বছরে ভুলেও এই পাঁচ বিষয় Google সার্চ করবেন না! যেতে হতে পারে শ্রীঘরে

 | 
গুগল

কলকাতা: কোনও কিছু মনে পড়ছে না? বা কিছু জানতে চাইছেন? গুগল আছে তো! গুগল স্যারের কাছে বিশ্বের কোনও কিছুই অজানা নয়৷ সব জবাব রয়েছে তার ঝুলিতে৷ তাই তো আপদে-বিপদে, প্রয়োজনে কিংবা বিনোদনে আমাদের সম্বল গুগল৷ তবে সাধু সাবধান! গুগল সার্চ করার আগে সতর্ক হয়ে যান৷ কারণ সামান্য কিছু ভুলেই হতে পারে আপনার হাজতবাস৷ বিশ্বজুড়ে সমগ্র গুগল ইউজারদেরই নির্দিষ্ট কিছু পলিসি মেনে চলতে হয়৷

আরও পড়ুন- ‘ডিজিটাল ফুটপ্রিন্ট’-এ ডেটা হরণ! লুকানো তথ্য হাতিয়ে অ্যাকাউন্টে হানা, ডিজিটাল দুনিয়ায় সাবধান

 

উল্লখ্য, প্রতিটা দেশের জন্য গুগলের নিজস্ব নীতি রয়েছে। সংশ্লিষ্ট দেশগুলির কথা মাথায় রেখেই সেই নিয়মগুলো জারি করে এই সার্চ ইঞ্জিন। তাই এখন থেকে গুগল সার্চ করার আগে সতর্ক হয়ে যান। মাথায় রাখুন পাঁচটি স্পর্শকাতর বিষয়৷  যেগুলো সম্পর্কে সার্চ করলে আপনাকে পড়তে হতে পারে মহা বিপদে৷ গত বছর গুগল সার্চ করার সময় কিছু সিলি মিস্টেক  করে পুলিশের জালে জড়িয়েছিলেন ভিয়েতনামের এক ব্যক্তি৷ তাই, গুগল সার্চে কোন কোন জিনিস খুঁজবেন না, সেগুলি একবার দেখে নেওয়া যাক-

১) কী ভাবে বোমা তৈরি করতে হয়-

সার্চ ইঞ্জিনে বোমা তৈরি সম্পর্কিত তথ্য অনুসন্ধান করা ভয়ঙ্কর বিপজ্জনক হতে পারে। এমন তথ্য সার্চ করলে আপনি সরকারি নিরাপত্তা কর্মী এবং সার্চ ইঞ্জিনের কর্মীদের টার্গেট হয়ে যেতে পারেন। শুধু বোমা তৈরিই নয়, এমন যে কোনও বিষয় যা মানুষের ক্ষতি করতে পারে, তা গুগল সার্চ করা হলে বিপদে পড়তে পারেন আপনি৷ 


২) অপরাধমূলক কার্যকলাপ সম্পর্কিত প্রশ্ন

এমন কোনও বিষয়, যা সলমাজের কাছে অপরাধ, তেমন কোনও প্রশ্ন গুগলের কাছে জানতে চাইবেন না। অপরাধমূলক তথ্যের অনুসন্ধান সবসময়ই বিপজ্জনক হতে পারে৷ ধরুন, কাউকে ভয় দেখানমোর জন্য কিংবা আক্রমণ করার জন্য আপনি গুগলে গিয়ে বন্দুকের দাম অথবা বন্দুকের মডেল সার্চ করছেন, তাহলেই কিন্তু বিপদ৷ নজরে এলেই হতে পারে জেলযাত্রা৷ পাশাপাশি এমন কিছু মাদকদ্রব্য, যা সংশ্লিষ্ট দেশে বেআইনি বা নিষিদ্ধ, তার তথ্য অনুসন্ধানও আপনাকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে৷ 

৩) চাইল্ড পর্নোগ্রাফি সংক্রান্ত বিষয় অনুসন্ধান-

ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে শিশু পর্নোগ্রাফিক সংক্রান্ত বিষয়ের অনুসন্ধান মোটেও ভাল চোখে দেখে না গুগল। খুব সহজ আসলে এই ধরনের স্পর্শকাতর বিষয়গুলির গুগল সার্চ করাটাই বেআইনি। এখন কেউ যদি ঘুর পথে অন্য কোনও পন্থা অবলম্বন করে গুগলের কাছ থেকে এই ধরনের বিষয়গুলি জানতে চান,  তাহলেও গুগলের হাতে ধরা পড়ে যেতে পারেন৷ বাড়ির দরজায় পুলিশ যাতে কড়া নাড়তে না পারে, তা নিশ্চিত করতে এই বিষয়গুলির দিকে অবশ্যই খেয়াল রাখুন।

৪) গর্ভপাত সংক্রান্ত তথ্যের অনুসন্ধান-

গুগল সার্চে নিয়মিত গর্ভপাত সংক্রান্ত যে কোনও বিষয়ের অনুসন্ধান আপনাকে বিপদে ফেলতে পারে। বিভিন্ন দেশের পাশাপাশি ভারতের জন্যেও এই বিষয়ে গুগলের নিজস্ব নিয়ম আছে৷ গর্ভপাত সম্পর্কিত তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে ভারতীয় ইউজারদের জন্য গুগল একটু বেশিই সতর্ক। ফলে গুগলে গর্ভপাত নিয়ে কোনও প্রশ্ন করার আগে সতর্ক হয়ে যান৷ 


৫) আক্রান্তের পরিচয় ফাঁস-


যৌন নিপীড়নের শিকার এমন ব্যক্তির পরিচয় এবং পরিস্থিতি গোপন রাখার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালত তার রায়ে সাফ জানিয়েছিল, প্রিন্ট বা ডিজিটাল মিডিয়াতে আক্রান্তের পরিচয় ফাঁস করা হলে ভয়ঙ্কর শাস্তি হতে পারে। ফলে কোনও আক্রান্ত ব্যক্তিকে নিয়ে গুগল সার্চ কিংবা গুগলে আক্রান্তের পরিচয় ফাঁস করলে শ্রীঘরে যাওয়া নিশ্চিত৷ 


 

Around The Web

Trending News

You May like