নয়াদিল্লি: এক লক্ষ কোটি ভারতীয়কে ফোনে কথা বলার জন্য ৪২ শতাংশ বেশি মাশুল গুনতে হবে৷ বেসরকারি টেলিকম সংস্থার ইনফোকম ভারতী এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া ও জিও’র গ্রাহকদের কল চার্জ ও ডাটা প্যাকের বর্ধিত মূল্য কার্যকর হচ্ছে আজ থেকেই৷ ২০১৬-র পর এই প্রথম ব্যয়বহুল হচ্ছে ভারতে প্রথম সারির এই তিনটি টেলিকম পরিষেবা৷ দেশের অর্থনৈতিক মন্দার প্রভাবে লোকসান কাটিয়ে উঠতেই টেলিকম সংস্থাগুলি কত মাস থেকেই এই পরিকল্পনার কথা জানিয়েছিল৷ একলাফে ৪২ শতাংশ দাম বৃদ্ধি ঘাটালেও নয়া বর্ধিত প্ল্যান ঘোষণা করেছে এয়ারটেল ও জিও৷
এক লাফে ৪২ শতাংশ বেশি দাম বাড়ালেও ‘অল ইন ওয়ান’ প্ল্যানে বেশ কিছু সুযোগ-সুবিধা আনছে মুকেশ আম্বানির কোম্পানি জিও৷ সংস্থার তরফে ‘অল ইন ওয়ান’ প্ল্যান ঘোষণা করা হয়েছে৷ তাতে জানানো হয়েছে, ‘অল ইন ওয়ান’ প্ল্যানে থাকবে দিনে ২জিবি ডেটা৷ সঙ্গে সীমাহীন কল করার সুবিধা৷ সঙ্গে এসএমএস৷
কী আছে জিও’র ‘অল ইন ওয়ান’ প্ল্যানে?
২২২ টাকায় ১ মাসের জন্য দিনে ২ জিবি ডেটা পাওয়া যাবে৷ সঙ্গে ফ্রিতে মিলবে এসএমএস পরিষেবা৷ জিও থেকে জিওর মধ্যে সীমাহীন কথা বলার সুবিধা থাকবে৷ অন্য সংস্থার নম্বরে ফেন করার জন্য ১ হাজার মিনিট ফ্রিতে কল করার সুযোগ থাকবে৷ জিও অ্যাপ থেকে করাতে হবে রিচার্জ৷
৩৩৩ টাকায় ২ মাসের জন্য দিনে ২ জিবি ডেটা পাওয়া যাবে৷ সঙ্গে ফ্রিতে মিলবে এসএমএস পরিষেবা৷ জিও থেকে জিওর মধ্যে সীমাহীন কথা বলার সুবিধা থাকবে৷ অন্য সংস্থার নম্বরে ফেন করার জন্য ১ হাজার মিনিট ফ্রিতে কল করার সুযোগ থাকবে৷ জিও অ্যাপ থেকে করাতে হবে রিচার্জ৷
৪৪৪ টাকায় ৩ মাসের জন্য দিনে ২ জিবি ডেটা পাওয়া যাবে৷ সঙ্গে ফ্রিতে মিলবে এসএমএস পরিষেবা৷ জিও থেকে জিওর মধ্যে সীমাহীন কথা বলার সুবিধা থাকবে৷ অন্য সংস্থার নম্বরে ফেন করার জন্য ১ হাজার মিনিট ফ্রিতে কল করার সুযোগ থাকবে৷ জিও অ্যাপ থেকে করাতে হবে রিচার্জ৷
৫৫৫ টাকায় ৩ মাসের জন্য দিনে ২ জিবি ডেটা পাওয়া যাবে৷ সঙ্গে ফ্রিতে মিলবে এসএমএস পরিষেবা৷ জিও থেকে জিওর মধ্যে সীমাহীন কথা বলার সুবিধা থাকবে৷ অন্য সংস্থার নম্বরে ফেন করার জন্য ৩ হাজার মিনিট ফ্রিতে কল করার সুযোগ থাকবে৷ জিও অ্যাপ থেকে করাতে হবে রিচার্জ৷
অন্যদিকে, এয়ারটেলের তরফে ৭টি বর্ধিত নতুন প্রিপেড প্ল্যানের ঘোষণা করা হয়েছে৷
২৮ দিনের ভ্যালিডিটি সহ ১৪৮ টাকার প্ল্যান: এই প্ল্যানে আনলিমিটেড অফনেট ভয়েস কল, ২ জিবি হাইস্পিড ডেটা আর ৩০০টি এসএমএস পাওয়া যাবে৷
২৮ দিনের ভ্যালিডিটি সহ ২৪৮ টাকার প্ল্যান: এই প্ল্যানে আনলিমিটেড অফনেট ভয়েস কল, প্রতিদিন ১.৫ জিবি হাইস্পিড ডেটা আর প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যাবে৷
২৮ দিনের ভ্যালিডিটি সহ ২৯৮ টাকার প্ল্যান: এই প্ল্যানের দাম আগে ছিল ২৪৯ টাকা৷ এই প্ল্যানে আনলিমিটেড অফনেট ভয়েস কল, প্রতিদিন ২ জিবি হাইস্পিড ডেটা আর প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যাবে৷
৮৪ দিনের ভ্যালিডিটি সহ ৫৯৮ টাকার প্ল্যান: এই প্ল্যানে আনলিমিটেড অফনেট ভয়েস কল, প্রতিদিন ২৪ জিবি হাইস্পিড ডেটা আর প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যাবে৷
৮৪ দিনের ভ্যালিডিটি সহ ৬৯৮ টাকার টাকার প্ল্যান: এই প্ল্যানে আনলিমিটেড অফনেট ভয়েস কল, প্রতিদিন ২ জিবি হাইস্পিড ডেটা আর প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যাবে৷
১ বছরের প্রিপেড প্ল্যানের ক্ষেত্রে বর্ধিত নতুন প্ল্যান গুলি হল-
৩৫৬ দিনের ভ্যালিডিটি সহ ১৪৯৮ টাকার প্ল্যান: এই প্ল্যানে আনলিমিটেড অফনেট ভয়েস কল, প্রতিদিন ১.৫ জিবি হাইস্পিড ডেটা আর প্রতিদিন ৩৬০০টি এসএমএস পাওয়া যাবে৷
৩৬৫ দিনের ভ্যালিডিটি সহ ২৩৯৮ টাকার প্ল্যান: এই প্ল্যানে আনলিমিটেড অফনেট ভয়েস কল, প্রতিদিন ১.৫ জিবি হাইস্পিড ডেটা আর প্রতিদিন ১০০টি এসএমএস পাওয়া যাবে৷