বেজিং: এবার চিনের বড় কোম্পানির কর্মীদের অ্যাপেল সংস্থার তৈরি সমস্ত পণ্য ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হল। নিষেধাজ্ঞা অমান্য করলে জুটতে পারে কঠিন শাস্তিও। কিন্তু হঠাৎ কী এমন হল? আসলে, সম্প্রতি কানাডায় গ্রেপ্তার করা হয়েছিল হাওয়াই সংস্থার কর্ণধারকে। এবার চিনের নাগরিকদের জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠছে এই গ্রেপ্তারের ঘটনা। বেসরকারী কোম্পানি হলেও চিন সরকারের খুব ঘনিষ্ঠ হাওয়াই। তাই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বিভিন্ন কোম্পানিকে কর্মীদের হাওয়াই ফোন কিনে দিতে উৎসাহ দেওয়ার কথা বলা হচ্ছে। ইতিমধ্যেই একাধিক কোম্পানি জানিয়েছে কর্মীরা হাওয়াইয়ের প্রোডাক্ট কিনলে ১০-২০ শতাংশ ছাড় পাবেন। কিছু কোম্পানি তো আবার নিজেদের গ্যাঁটের কড়ি খরচ করে কর্মীদের হাওয়াই প্রোডাক্ট কিনে দিতে উঠে-পড়ে লেগেছে।
অ্যাপেল ব্যবহারে নিষেধাজ্ঞা চাপাল চিনা সরকার
বেজিং: এবার চিনের বড় কোম্পানির কর্মীদের অ্যাপেল সংস্থার তৈরি সমস্ত পণ্য ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হল। নিষেধাজ্ঞা অমান্য করলে জুটতে পারে কঠিন শাস্তিও। কিন্তু হঠাৎ কী এমন হল? আসলে, সম্প্রতি কানাডায় গ্রেপ্তার করা হয়েছিল হাওয়াই সংস্থার কর্ণধারকে। এবার চিনের নাগরিকদের জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠছে এই গ্রেপ্তারের ঘটনা। বেসরকারী কোম্পানি হলেও চিন সরকারের খুব ঘনিষ্ঠ হাওয়াই। তাই