বিচিত্র নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন, ধরলেই টাকা গায়েব! চিনা মাস্টারপ্ল্যান

কলকাতা: হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে ফোন হ্যাকের ঘটনা বেড়ে চলেছে দিনদিন। বিভিন্ন জায়গার বহু মানুষ এই নিয়ে অভিযোগ করছেন। কারোর কারোর অনেক টাকা চুরি হয়েছে এইভাবেই। সাইবার সেল বিষয়টি খতিয়ে দেখে অনুমান করছে, এটি চিনের নতুন কোনও পরিকল্পনা। ভারতের মানুষের তথ্য হাতানোর ছক কষেছে তারা। মূলত 'টার্গেট' করা হচ্ছে সরকারি বা আইটি কর্মী এবং বয়স্ক মানুষদের।
বিগত কয়েক দিন ধরেই অনেক মানুষের হোয়াটসঅ্যাপে বিচিত্র সব নম্বর থেকে আসছে ভয়েস কল, ভিডিও কল। সেই কল যদি আপনি রিসিভ করে নিয়েছেন তো ভুগতে হবে। তাই ভুল করেও এমন কোনও কল রিসিভ করবেন না কেউ, এমনটাই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেখা যাচ্ছে +84, +62, +60, +1... এইসব নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল বা ভিডিও কল আসছে। এইগুলি মূলত ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালওয়েশিয়া দেশের কোড। এইসব নম্বর দিয়ে কল করেই ব্যক্তিগত তথ্য হ্যাক করা হচ্ছে। চুরি করা হচ্ছে ব্যাঙ্কের টাকা। গোয়েন্দারা জানতে পেরেছেন, নকল ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) ব্যবহার করে এই সমস্ত ফোন চিনের বিভিন্ন এলাকায় বসে করা হচ্ছে। তাই সতর্ক থাকা এবং অপরিচিত কোনও নম্বর থেকে আসা হোয়াটস অ্যাপ কল না ধরাই শ্রেয়।
বিশেষজ্ঞদের বক্তব্য, সতর্কতা অবলম্বন করে অচেনা কলারের কাছ থেকে পাওয়া কোনও মেসেজ বা লিংকে ক্লিক করবেন না। অনেক ক্ষেত্রে এইসব নম্বরে মহিলাদের ছবি (ডিসপ্লে পিক) ব্যবহার করা হচ্ছে। তা দেখে অনেকে এই নম্বরে পাল্টা কল করছেন বা মেসেজ করছেন। ব্যস, তাতেই যা হওয়ার হয়ে যাচ্ছে। তাই সাবধান থাকুন।