দীপাবলিতে হোয়াটসঅ্যাপ পে সার্ভিসে মিলছে ক্যাশব্যাকের সুবিধা

দীপাবলিতে হোয়াটসঅ্যাপ পে সার্ভিসে মিলছে ক্যাশব্যাকের সুবিধা

নিউইয়র্ক: হোয়াটস অ্যাপে কিছু দিন আগেই চালু হয়েছিল পেমেন্ট সার্ভিস। এবার দীপাবলির জন্য হোয়াটল অ্যাপ নিয়ে এসেছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার। হোয়াটস অ্যাপ অ্যাপ পে সার্ভিসের মাধ্যমে প্রতিটি লেনদেনে দেওয়া হচ্ছে ৫১ টাকার ক্যাশব্যাক। তার মানে ইউজাররা হোয়াটস অ্যাপ পে সার্ভিসের মাধ্যমে অন্য কাউকে যদি ১ টাকাও পাঠান, তাহলে তিনি পেয়ে যাবেন ৫১ টাকার ক্যাশব্যাক। এছাড়াও হোয়াটস অ্যাপ পে সার্ভিসের মাধ্যমে টাকা লেনদেনের ক্ষেত্রে কোনও লিমিট রাখা হয়নি। 

হোয়াটস অ্যাপ পে সার্ভিসের মাধ্যমে ইউজাররা নিজেদের ইচ্চেমতো পেমেন্ট করতে পারবেন এবং তাঁদের জন্য থাকছে আকর্ষণীয় ক্যাশব্যাকের সুবিধা। হোয়াটস অ্যাপ পে সার্ভিসের মাধ্যমে ইউজাররা প্রথম পাঁচটি লেনদেনে পেয়ে যাবেন ৫১ টাকা করে ক্যাশব্যাক। ক্যাশব্যাকের এই টাকা সরাসরি ইউজারদের সেই অ্যাকাউন্টে ঢুকে যাবে, যেটি এর সঙ্গে যুক্ত করা রয়েছে। হোয়াটস অ্যাপ পে সার্ভিসের এই ক্যাশব্যাকের সুবিধা এখন শুধু অ্যান্ড্রয়েড ফোনেই মিলছে৷ 

হোয়াটস অ্যাপ পে সার্ভিসের সুবিধা পেতে প্রথমেই ক্লিক করতে হবে হোয়াটস অ্যাপ চ্যাটের টেক্সট ফিল্ডে থাকা রি আইকনে। এরপর হোয়াটস অ্যাপের তরফে একটি নোটিফিকেশন আসবে পেমেন্ট অপশনের। সেই পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজেদের পছন্দ অনুযায়ী ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে। ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করার আগে দেখে নিতে হবে নিজেদের হোয়াটস অ্যাপ নম্বরটি  সেই ব্যাঙ্কের রেজিস্টার্ড মোবাইল নম্বর কি না। তা না হলে, সবার আগে সেটি করতে হবে। এবার ভেরিফিকেশনের জন্য ফোনে এসএমএস আসবে৷ ইউজারদের ইউপিআই পিন আগে থেকেই সেট করা থাকলে, সেটি শুধু অ্যাকটিভ করতে হবে। আর প্রথম বার ইউপিআই সেট করার জন্য নতুন পিন সেট করতে হবে। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 6 =