নয়াদিল্লি: প্রযুক্তিগত কিছু সমস্যা তৈরি হওয়ায় নির্ধারিত সময়ে শুরু করা যাবে না MNP-র নতুন পরিষেবা৷ নতুন এক বিবৃতিতে একথা জানিয়েছে ট্রাই৷ পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১১ নভেম্বর থেকে মোবাইল নেটওয়ার্ক পোর্টাবিলিটির সংশোধিত এবং আরও দ্রুততর নতুন পরিষেবা শুরু হওয়ার কথা ছিল৷ এক্ষেত্রে ৪ নভেম্বর থেকে ১০নভেম্বর পর্যন্ত নতুন কোনও পোর্টের জন্য ইউপিসি পাওয়া যাবে না বলেই জানিয়েছিল ট্রাই৷
নতুন বিবৃতিতে জানানো হয়েছে, আপাতত পুরোনো পরিষেবাই চালু থাকবে৷ সুতরাং ৪ থেকে ৬ নভেম্বরের এই সময়সীমার বাধা আর থাকছে না৷ যদিও নতুন পরিষেবা কবে থেকে কার্যকর করা যাবে তা এখনই নির্দিষ্ট করে জানানো হয়নি সংস্থার তরফে৷
কারণ হিসেবে ট্রাই জানিয়েছে, মোবাইল নম্বর পরিবর্তন না করে নেটওয়ার্ক পরিবর্তনের এই পদ্ধতিতে বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছে৷ তাই নতুন পরিষেবাকে আরও বেশী স্বচ্ছ এবং নির্ভুল করতে চাইছে তারা৷ সেক্ষেত্রে ভবিষ্যতে পদ্ধতিগত যেকোনোরকম ত্রুটি এড়াতে এবিষয়ে আরও জোরদার পরীক্ষানিরীক্ষা করে নেওয়া উচিত বলেই মনে করছে টেলকো এবং পোর্টের পরিষেবা প্রদানকারীরা৷