ব্যাবসা লাটে তুলছে ‘দেউলিয়া’ ভোডাফোন, কাজ হারাবেন কয়েক লাখ কর্মী

নয়াদিল্লি: কেন্দ্র সাহায্য না করলে বন্ধ হয়ে যাবে ভোডাফোন৷ হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটেকুমারমঙ্গলম বিড়লা জানিয়েছেন, বিপুল ঋণের বোঝা রয়েছে তাঁদের৷ সংস্থা চালাতে যদি বকেয়ার ঋণ মেটাতে সরকার সাহায্য না করেলে বন্ধ হয়ে যাবে পরিষেবা৷ দেউলিয়া ঘোষণা হতে পারে৷ এই মুহূর্তে সংস্থার মোট বকেয়ার পরিমাণ কমপক্ষে ৫৩ হাজার কোটি টাকা৷ আইডিয়া ও ভোডাফোনের মোট লোকসান প্রায়

ব্যাবসা লাটে তুলছে ‘দেউলিয়া’ ভোডাফোন, কাজ হারাবেন কয়েক লাখ কর্মী

নয়াদিল্লি: কেন্দ্র সাহায্য না করলে বন্ধ হয়ে যাবে ভোডাফোন৷ হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটেকুমারমঙ্গলম বিড়লা জানিয়েছেন, বিপুল ঋণের বোঝা রয়েছে তাঁদের৷ সংস্থা চালাতে যদি বকেয়ার ঋণ মেটাতে সরকার সাহায্য না করেলে বন্ধ হয়ে যাবে পরিষেবা৷ দেউলিয়া ঘোষণা হতে পারে৷

এই মুহূর্তে সংস্থার মোট বকেয়ার পরিমাণ কমপক্ষে ৫৩ হাজার কোটি টাকা৷ আইডিয়া ও ভোডাফোনের মোট লোকসান প্রায় ১ লক্ষ ১০ হাজার কোটি টাকা৷ স্পেকট্রাম চার্জ ১৪ বছর ধরে বকেয়া৷ জরিমানাও হয়েছে বিপুল৷

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিড়লা জানিয়েছেন, সরকার আর্থিক প্যাকেজ না দিলে পরিষেবা চালিয়ে যাওয়া কঠিন৷ আর তাতেই কাজ হারাতে পারেন কয়েক লক্ষ্য কর্মী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 12 =