এক রিচার্জে টিভি, ভিডিও কলের সুবিধা দিচ্ছে BSNL

কলকাতা: আর্থিক মন্দা কাটাতে লোভনীয় অফার দিতে চলেছে ধুঁকতে থাকা বিএসএনএল৷ গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে দেশের বিভিন্ন শহরে ফাইবার লাইন বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থা৷ একই সঙ্গে টিভি, ভিডিও কল, আনলিমিটেড ফ্রি কলের ব্যবস্থাও আনতে চলেছে বিএসএনএল৷ এক রিচার্জেই মিলবে সমস্ত পরিষেবা৷ এবিষয়ে ক্যালকাটা টেলিফোনসের চিফ জেনারেল ম্যানেজার সংবাদমাধ্যমে জানিয়েছেন, গ্রাহক চাহিদার কথা

এক রিচার্জে টিভি, ভিডিও কলের সুবিধা দিচ্ছে BSNL

কলকাতা: আর্থিক মন্দা কাটাতে লোভনীয় অফার দিতে চলেছে ধুঁকতে থাকা বিএসএনএল৷ গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে দেশের বিভিন্ন শহরে ফাইবার লাইন বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থা৷ একই সঙ্গে টিভি, ভিডিও কল, আনলিমিটেড ফ্রি কলের ব্যবস্থাও আনতে চলেছে বিএসএনএল৷ এক রিচার্জেই মিলবে সমস্ত পরিষেবা৷

এবিষয়ে ক্যালকাটা টেলিফোনসের চিফ জেনারেল ম্যানেজার সংবাদমাধ্যমে জানিয়েছেন, গ্রাহক চাহিদার কথা মাথায় রেখে ইন্টারনেটের গতি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বাড়িতে টিভি, ভিডিও কল সহ গুচ্ছ পরিষেবা এক রিচার্জের মাধ্যমে আনার বিষয়েও সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে৷

ট্রাই জানিয়েছে, অন্য টেলিকম সংস্থার তুলনায় বিএসএনএলের কল ড্রপের প্রবণতা কম৷ থ্রি জি পরিষেবার ক্ষেত্রেও ইন্টারনেটের গতি বেশ ভালো৷ বিএসএনএলের স্পেকট্রাম সংক্রান্ত সমস্যা মিটে গেলেই চালু হবে ফোর জি পরিষেবা৷ ফোর জির পরিষেবা দিতে ১ হাজার ৯০০টি টাওয়ার তৈরিও সিদ্ধান্ত হয়েছে বলে খবর৷ নতুন বছরের প্রথম ত্রৈমাসিকে জি চালু করার লক্ষ্যমাত্রা রয়েছে সংস্থার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 5 =