গ্যারেজে জন্ম নেওয়া গুগল আজ একুশের তারুণ্যে, Happy Birthday Google

ওয়াশিংটন: একুশ মানে না কোনও বাধা৷ একুশ মানেই উত্তাপ৷ একুশ মানে স্বাধীনতা৷ এবার সেই একুশে পা রাখল বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল৷ আজ তার জন্মদিন৷ বিশ্বের বৃহত্তম মার্কিন এই সার্চ-ইঞ্জিন সংস্থার তরফে পালন করা হচ্ছে জন্মদিন৷ গুগল ডুডলে মিলছে গুগলের জন্মদিনের সুখবর৷ একটি ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গুগল ডুডল৷ ১৯৯৮ সালের আজ এই দিনেই

গ্যারেজে জন্ম নেওয়া গুগল আজ একুশের তারুণ্যে, Happy Birthday Google

ওয়াশিংটন: একুশ মানে না কোনও বাধা৷ একুশ মানেই উত্তাপ৷ একুশ মানে স্বাধীনতা৷ এবার সেই একুশে পা রাখল বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগল৷ আজ তার জন্মদিন৷ বিশ্বের বৃহত্তম মার্কিন এই সার্চ-ইঞ্জিন সংস্থার তরফে পালন করা হচ্ছে জন্মদিন৷ গুগল ডুডলে মিলছে গুগলের জন্মদিনের সুখবর৷ একটি ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গুগল ডুডল৷ ১৯৯৮ সালের আজ এই দিনেই পথচলা শুরু করেছিল গুগল৷ ল্যারি পেজ ও সার্গে ব্রিনের হাতে গোড়ে ওঠে গড়ে বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন৷ সার্চ ইঞ্জিনের আবিষ্কার হিসাবে ল্যারি পেজকে স্বীকৃতি দেওয়া হয়৷

আজ গুগল সার্চ করলেই ভেসে উঠছে একটি ছবি৷ ২১ বছর আগের তৈরি একটি কম্পিউটার ভেসে উঠছে পেজে৷ সেখানে ক্লিক করলেই গুগল সম্পর্কে বিস্তারিত তথ্য উঠে আসছে৷ সেখানে পরিষ্কার উল্লেখ করে রাখা হয়েছে গুগলের ইতিহাস৷ উইকিপিডিয়ার তথ্য বলছে, ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর ল্যারি পেজ ও সার্গে ব্রিনের হাতে গোড়ে ওঠা গুগল একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠা নেয়৷ এটি গ্যারেজ থেকে প্রথমে এই সংস্থা চালতে থাকে৷ সুজান ওজচিচকি গাড়ি গ্যারেজ থেকে গড়ে ওঠা ওই সংস্থা ২০০৪ সালের ১৯ আগস্ট পাবলিক লিমিটেড কোম্পানির চেহারা নিতে থাকে৷ ২০১১ সালের মে মাসে প্রথম এক মাসে গুগলের ইউনিক ভিজিটর এক বিলিয়ন পার হয়৷ তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি গুগল কর্তৃপক্ষককে৷

এই মুহূর্তে গুগল একাই বিশ্বের ওয়েব দুনিয়ার সিংহভাগ দখল করে আছে৷ ইন্টারনেট দুনিয়ার বিজ্ঞাপন জগতে এক নম্বরে রয়েছে মার্কিন এই সংস্থা৷ মুনাফা লুটছে প্রচুর৷ তবে মুনাফা তোলার সঙ্গে সঙ্গে সমাজসেবামূলক কাজে খুব একটা পিছিয়ে নেই বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন সংস্থা৷ ভারতের একাধিক রেলস্টেশনে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়া থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামে ইন্টারনেট পৌঁছে দেওয়ার পিছনে গুগলের অবদান অনিস্বীকার্য৷ নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প গুগলের অবদান রয়েছে যথেষ্ট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 3 =