হোয়াটসঅ্যাপ প্রতি মাসে বাতিল করছে ২০ লক্ষ অ্যাকাউন্ট। রেজিস্ট্রেশনের সময়েই বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় । অনেক আগেই সতর্ক করা হয়েছিল। ব্যাধি মহামারীর আকার নেওয়ার আগেই বিশেষ পদক্ষেপ । নেপথ্যে বাল্ক মেসেজ । লোকসভা নির্বাচনের আগে গুজবজনিত ঘটনার দিকেই মূল লক্ষ্য।
হোয়াটসঅ্যাপের নজরে বাল্ক মেসেজ
প্রতি মাসে অন্তত ২০ লক্ষ অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ । ভারতে তাদের গ্রাহক সংখ্যা এই মুহূর্তে প্রায় ২০ কোটি । কিন্তু, গুজব ছড়ানোর আশঙ্কা রয়েই যাচ্ছে । তাই বাল্ক মেসেজের রেজিস্ট্রেশন আটকে দেওয়া হয় । সংস্থার তরফে জানানো হয়, এই অ্যাকাউন্টগুলির মধ্যে কিছু সন্দেহজনক অ্যাকাউন্টও রয়েছে । এই নম্বর বা কম্পিউটার নেটওয়ার্কগুলিকে চিহ্নিত করার পর বার্তা প্রেরণে ব্লক করে দেওয়া হয় ।
হোয়াটসঅ্যাপ ও ভারতীয় আইন
ফেসবুক মালিকানাধীন চ্যাটিং অ্যাপস সংস্থা হোয়াটসঅ্যাপ । ভারতে বহু গ্রাহক রয়েছে তাদের । ব্যবসাও লাভজনক কিন্তু, সমস্যা বাল্ক মেসেজের ক্ষেত্রে । এই প্রবণতা হু হু করে বাড়ছে ভারতের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে । কম-বেশী প্রত্যেক গ্রাহকই জড়িয়ে পড়ছেন এই গুজবের মধ্যে । তার মধ্যে ধর্মীয় সুড়সুড়ি থেকে দলীয় ক্যাম্পেন সবই রয়েছে । তাই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এনেছে হোয়াটসঅ্যাপ । থাকছে গ্রিভেন্স সেলও । এর মাধ্যমে গ্রিভেন্স আধিকারিকের কাছে সরাসরি অভিযোগ জানাতে পারবেন গ্রাহকরা । পাশাপাশি লোকসভা নির্বাচনের সময় ভারতের মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করবে হোয়াটসঅ্যাপ ।
ব্যবসা গোটাতে পারে হোয়াটসঅ্যাপ
অন্যদিকে এন্ড-টু–এন্ড এনক্রিপশন নিয়েও জল্পনা শুরু হয়েছে । গুজবের দিকে নজর দিতে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে ভারত সরকারের তরফে । এই বিধিনিষেধগুলির মধ্যে সবচেয়ে বেশী জোর দেওয়া হয়েছে বার্তার উৎস জানার ক্ষেত্রে । কিন্তু, হোয়াটসঅ্যাপ এন্ড– টু–এন্ড এনক্রিপশনে বিশ্বাসী । অর্থাৎ, তৃতীয় ব্যক্তি এ বিষয়ে জানতে পারবেন না । এদিকে, ফেসবুকের গ্রাহকদের তথ্য ব্যবহার নিয়ে সরব বিভিন্ন দেশ । সেক্ষেত্রে ফেসবুক অধীনস্থ এই চ্যাটিং সংস্থাও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে ভাবছে ।
নতুন আইন কার্যকরী হলে সিস্টেম নিয়ে ভাবতে হবে হোয়াটসঅ্যাপকে । ফলে, ভারত থেকে ব্যবসা গুটিয়ে নিতে হতে পারে বলে আশঙ্কা করেছেন সংস্থার এক কর্তা । তবে বিশ্বজুড়ে ১৫০কোটি গ্রাহকের মধ্যে ২০কোটিই ভারতের । সেদিকেও নজর রাখতে হবে জনপ্রিয় এই অ্যাপ সংস্থাটিকে ।