গ্লোবাল কম্পিউটার সায়েন্সে শিক্ষাদান অ্যামাজনের!

গ্লোবাল কম্পিউটার সায়েন্সে শিক্ষাদান অ্যামাজনের!

কলকাতা: অ্যামাজনের তরফে ভারতে গ্লোবাল কম্পিউটার সায়েন্স শিক্ষা চালু করার কথা ঘোষণা করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে অ্যামাজন ফিউচার ইঞ্জিনিয়ার৷ এর মাধ্যমে দরিদ্র এবং অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষা এবং চাকরির ব্যবস্থা করবে অ্যামাজন। কোর্স শুরুর প্রথম বছর, ভারতের ৭টি রাজ্যে ৭০০ সরকারি এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের এক লক্ষেরও বেশি পড়ুয়াকে কম্পিউটার সায়েন্স শেখানোর টার্গেট রয়েছে অ্যামাজনের। এজন্য মহারাষ্ট্র, কর্নাটক, দিল্লি, হরিয়ানা, ওড়িশা, তামিলনাড়ু এবং তেলেঙ্গানার অনেক শিক্ষা-কেন্দ্রিক অলাভজনক সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধবে অ্যামজন।

গ্লোবাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং অ্যামাজন ইন্ডিয়ার কান্ট্রি হেড অমিত আগরওয়াল বলেন, ‘কর্মসংস্থানের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স কোর্স করাটা খুবই গুরুত্বপূর্ণ। কম্পিউটার সায়েন্স কোর্সটি আগেই করা থাকলে ভারতের আগামী প্রজন্ম ভবিষ্যৎ গড়ার সুযোগ পাওয়ার ক্ষেত্রে বেশ খানিকটা এগিয়ে থাকবে।’ তাঁর আরও সংযোজন, ‘সঠিক কোর্সে বিষয়ের অভাব, স্থানীয় ভাষায় উন্নত শিক্ষার সুযোগ না থাকা এবং রোল মডেলের অভাব সংক্রান্ত অনেক বিষয়ই যুব সম্প্রদায়কে কম্পিউটার সায়েন্স পড়ে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়৷ শিক্ষার্থীদের মধ্যে প্রতিভা এবং আবেগের অভাব নেই৷ কিন্তু সুযোগের অভাব রয়েছে। আমরা এই বিভক্তির বিষয়ে সচেতন।”

আগরওয়াল আরও বলেন, অ্যামাজন ফিউচার ইঞ্জিনিয়ার কোর্স করে এক মিলিয়নেরও বেশি শিক্ষার্থী মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা এবং ফ্রান্সে চাকরির সুযোগ পাবেন।কম্পিউটার সায়েন্স শিক্ষার প্রসারের ক্ষেত্রে ভারতে শুরু থেকেই অ্যামাজন কেন্দ্রীয় সরকার ও বেসরকারি সংস্থাগুলির সঙ্গে একযোগে কাজ করবে। ভারতে প্রাথমিকভাবে অ্যামাজনের কম্পিউটার সায়েন্স কোর্স ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা করতে পারবেন বলে জানা গিয়েছে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের আরও ভালোভাবে পড়ানোর লক্ষ্যে শিক্ষক এবং এডুকেটরদেরও কম্পিউটার সায়েন্সের ওপরে প্রশিক্ষণ দেওয়া হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *