৩৫ থেকে ৭০ শতাংশ ছাড় দিচ্ছে Amazon, শুরু সেল

আগামী ৪ মে থেকে শুরু হচ্ছে Amazon Summer Sale। এই সেলে সস্তা হবে স্মার্টফোন, ক্যামেরা, স্পিকার ল্যাপটপ সহ একাধিক ইলেকট্রনিক প্রোডাক্ট। এছাড়াও SBI ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত ১০ শতাংশ ছাড়। OnePlus, Apple, Samsung, Realme, OPPO, Xiaomi –র মতো জনপ্রিয় কোম্পানির স্মার্টফোনে ছাড় মিলবে। এছাড়াও Amazon Echo, Fire TV Stick, Kindle ইবুক

৩৫ থেকে ৭০ শতাংশ ছাড় দিচ্ছে Amazon, শুরু সেল

আগামী ৪ মে থেকে শুরু হচ্ছে Amazon Summer Sale। এই সেলে সস্তা হবে স্মার্টফোন, ক্যামেরা, স্পিকার ল্যাপটপ সহ একাধিক ইলেকট্রনিক প্রোডাক্ট। এছাড়াও SBI ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত ১০ শতাংশ ছাড়।

OnePlus, Apple, Samsung, Realme, OPPO, Xiaomi –র মতো জনপ্রিয় কোম্পানির স্মার্টফোনে ছাড় মিলবে। এছাড়াও Amazon Echo, Fire TV Stick, Kindle ইবুক রিডারের মতো প্রোডাক্টগুলিতে ছাড় পাওয়া যাবে। ৭ মে পর্যন্ত চলবে Amazon Summer Sale। আগামী ৪ মে থেকে এই সেল শুরু হলেও প্রাইম গ্রাহকদের জন্য ৩ মে দুপুর ১২টায় শুরু হবে সামার সেল। অন্য সব গ্রাহক এর ঠিক ১২ঘণ্টা পরে এই সেলে অংশ নিতে পারবেন। সব অফারের উপরে SBI ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন। এছাড়াও থাকছে নো-কস্ট ইএমআই ও এক্সচেঞ্জে অতিরিক্ত ছাড়। এই সেলে সস্তা হবে OnePlus 6T, Redmi Y3, Realme U1, Samsung Galaxy M20 সহ একাধিক জনপ্রিয় স্মার্টফোন। তবে কোন ফোনে কত ছাড় মিলবে তা জানানো হয়নি। সস্তা হবে Amazfit Verge আর Amazfit Pace এর মতো স্মার্ট ওয়াচগুলি। সামার সেলে ক্যামেরায় ৩৫ শতাংশ, হেডফোনে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে৷ ল্যাপটপে ৩২০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। হোম ও কিচেন অ্যাপলায়েন্সে ৩৫ থেকে ৭০ শতাংশ ছাড় মিলবে। স্মার্ট টিভিতে থাকছে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =