মাস শেষে ফের ‘Great Indian Sale’ আনছে Amazon

নয়াদিল্লি: মাস শেষে ফেরে ‘Great Indian Sale’ আনছে Amazon৷ আগামী ২০-২৩ জানুয়ারি পর্যন্ত চলবে এই সেল৷ স্মার্টফোন, ল্যাপটপ, হেডফোন, ক্যামেরা, হোম অ্যাপলায়েন্স সহ একাধিক গ্যাজেটে বড় ছাড় পাওয়া যাবে৷ HDFC ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা পাবেন অতিরিক্ত ১০ শতাংশ ছাড়৷ আগামী ২০ জানুয়ারি মধ্যরাত থেকে শুরু হবে Amazon Great Indian Sale৷ তবে Amazon Prime

মাস শেষে ফের ‘Great Indian Sale’ আনছে Amazon

নয়াদিল্লি: মাস শেষে ফেরে ‘Great Indian Sale’ আনছে Amazon৷ আগামী ২০-২৩ জানুয়ারি পর্যন্ত চলবে এই সেল৷ স্মার্টফোন, ল্যাপটপ, হেডফোন, ক্যামেরা, হোম অ্যাপলায়েন্স সহ একাধিক গ্যাজেটে বড় ছাড় পাওয়া যাবে৷ HDFC ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা পাবেন অতিরিক্ত ১০ শতাংশ ছাড়৷

আগামী ২০ জানুয়ারি মধ্যরাত থেকে শুরু হবে Amazon Great Indian Sale৷ তবে Amazon Prime গ্রাহকরা ১৯ জানুয়ারি দুপুর ১২টা থেকে এই সেলে কেনাকাটা করতে পারবেন৷ ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে নতুন বছরের প্রথম Amazon সেল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =