বছর শেষে নয়া প্ল্যান আনল Airtel

নয়াদিল্লি: বছর শেষে গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে দু’টি চমকপ্রদ অফার নিয়ে এল এয়ারটেল৷ জোড়া নতুন প্ল্যানে বেশ কিছু অতিরিক্ত সুবিধা যুক্ত হয়েছে বলে জানা গিয়েছে৷ জানা গিয়েছে, ৪৪৮ টাকার প্ল্যানটিতে দিনে ১.৫ জিবি করে ডেটা পাওয়া যাবে৷ সঙ্গে ফ্রি ভয়েস কল পাওয়া ও দিনে ১০০টি করে এসএমএস পাওয়া যাবে৷এই প্ল্যানটির বৈধতা ৮২ দিন৷ ৩৯৯

বছর শেষে নয়া প্ল্যান আনল Airtel

নয়াদিল্লি: বছর শেষে গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে দু’টি চমকপ্রদ অফার নিয়ে এল এয়ারটেল৷ জোড়া নতুন প্ল্যানে বেশ কিছু অতিরিক্ত সুবিধা যুক্ত হয়েছে বলে জানা গিয়েছে৷ জানা গিয়েছে, ৪৪৮ টাকার প্ল্যানটিতে দিনে ১.৫ জিবি করে ডেটা পাওয়া যাবে৷ সঙ্গে ফ্রি ভয়েস কল পাওয়া ও দিনে ১০০টি করে এসএমএস পাওয়া যাবে৷এই প্ল্যানটির বৈধতা ৮২ দিন৷ ৩৯৯ টাকার প্ল্যানটিতে দিনে ১ জিবি করে ডেটা পাওয়া যাবে৷ সঙ্গে ১০০টি করে এসএমএস ও ফ্রি ভয়েস কল৷ ৮৪ দিন ভ্যালিড থাকবে এই প্ল্যানটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 1 =