বিনামূল্যে ৪ লক্ষ টাকার জীবন বিমা দিচ্ছে Airtel

মুম্বই: একাধিক প্রিপেড প্ল্যানে গ্রাহকদের এবার বিনামূল্যে জীবন বিমা দিতে শুরু করল Airtel। মাত্র ১২৯ টাকা প্রিপেড প্ল্যানে এয়ারটেল প্রিপেড গ্রাহকরা দিনে 2GB ডেটা ব্যবহার করতে পারবেন। আগে এই প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যেত। অন্যদিকে HDFC Life আর Bharti AXA এর সঙ্গে হাত মিলিয়ে ২৪৯ টাকা প্রিপেড প্ল্যানের সঙ্গে বিনামূল্যে ৪ লক্ষ টাকার

বিনামূল্যে ৪ লক্ষ টাকার জীবন বিমা দিচ্ছে Airtel

মুম্বই: একাধিক প্রিপেড প্ল্যানে গ্রাহকদের এবার বিনামূল্যে জীবন বিমা দিতে শুরু করল Airtel। মাত্র ১২৯ টাকা প্রিপেড প্ল্যানে এয়ারটেল প্রিপেড গ্রাহকরা দিনে 2GB ডেটা ব্যবহার করতে পারবেন। আগে এই প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যেত। অন্যদিকে HDFC Life আর Bharti AXA এর সঙ্গে হাত মিলিয়ে ২৪৯ টাকা প্রিপেড প্ল্যানের সঙ্গে বিনামূল্যে ৪ লক্ষ টাকার জীবন বিমা দিচ্ছে গুরুগ্রামের এই সংস্থা৷

১২৯ টাকা প্রিপেড প্ল্যানে এয়ারটেল গ্রাহকরা এখন থেকে দিনে 2GB ডেটা ব্যবহার করতে পারবেন। আগে এই প্ল্যানে দিনে 1GB ডেটা ব্যবহার করা যেত। এর সঙ্গে থাকছে আনলিমিটেড কল৷ ১০০টি SMS ব্যবহারের সুবিধা পাওয়া যাওয়া৷ এয়ারটেলের ১২৯ টাকা প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন৷ থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কলের সুবিধা৷

২৪৯ টাকা প্রিপেড প্ল্যানের সঙ্গে অতিরিক্ত ডেটার সঙ্গে ৪ লক্ষ টাকার জীবন বিমা বিনামূল্যে দিচ্ছে এয়ারটেল। HDFC Life অথবা Bharati AXA-এর সঙ্গে হাত মিলিয়ে এই সুবিধা দেবে এই টেলিকম সংস্থা৷ সঙ্গে থাকছে Airtel TV Premium সাবস্ক্রিপশান৷ নতুন 4G ফোন কিনলে ২০০০ টাকা ক্যাশব্যাক। ২৪৯ টাকা এয়ারটেল প্রিপেড রিচার্জে দিনে 2GB ডেটা ব্যবহার করা যায়। সঙ্গে থাকছে আনলিমিটেড কল আর দিনে ১০০টি SMS এর সুবিধা। ২৪৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটিও ২৮দিন। জীবন বিমারর সুবিধা পেতে এয়ারটেল গ্রাহকের বয়স ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে হতে হবে। এই সুবিধা চালিয়ে যেতে গ্রাহককে প্রতিবার ২৪৯ টাকা প্রিপেড রিচার্জ চালিয়ে যেতে হবে৷ এয়ারটেল গ্রাহককে SMS করে এই বিমা পরিষেবা শুরু করতে হবে। সঙ্গে আপলোড করতে হবে প্রয়োজনীয় নথি। একবার রেজিস্টার হয়ে গেলে Airtel Thanks অ্যাপ থেকে বিমার নমিনি, ঠিকানা ও অন্যান্য তথ্য বদল করা যাবে৷ এছাড়াও Airtel স্টোর থেকে এই কাজ করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − three =