নয়াদিল্লি: ইন্টারনেট দুনিয়ায় ফের ফাঁস ২৭.৫ কোটি ভারতীয়র ব্যক্তিগত তথ্য! সম্প্রতি এক সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ এই তালিকা খুঁজে পেয়েছেন৷ বিভিন্ন জব পোর্টাল থেকে তথ্য সংগ্রহ করে এই তালিকা তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে৷
এই তালিকায় ‘ইন্ডাস্ট্রি’, ‘রেসিউমে আইডি’ সহ ২৭.৫ কোটি ভারতীয় নাগরিকের নাম ঠিকানা ও বর্তমান মাইনে জানা গিয়েছে। এছাড়াও জন্মদিন, লিঙ্গ, ইমেল আইডির মতো ব্যক্তিগত তথ্যও ফাঁস হয়েছে৷ খুব সহজেই এই তালিকা ব্যবহার করে বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করা সম্ভব বলে জানিয়েছেন সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা৷
গত পয়লা মে সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ বব ডায়াচেঙ্কো প্রথম এই তালিকার সন্ধান পান। এর পরেই ‘ইউনিস্টেলার গ্রুপ’ নামে এক হ্যাকার গোষ্ঠী এই তালিকার দখল নেয়৷ এই তালিকা ফিরে পেতে ওই হ্যাকার গ্রুপের সঙ্গে করা হয়৷ এই ধরনের বিশাল পরিমাণ ব্যক্তিগত তথ্য সহ তালিকা হ্যাকারদের কাছে চলে যাওয়ায় ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যক্তিগত সুরক্ষা এই প্রশ্নের মুখে৷
ডায়াচেঙ্কো জানিয়েছেন, এই তালিকার সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT) এর সঙ্গেযোগাযোগ করেছিলেন। তবে ৮ মে পর্যন্ত একই ভাবে ইন্টারনেটে খোলা অবস্থায় এই তালিকা পরে ছিল বলে জানিয়েছেন তিনি। এর পরেই হ্যাকাররা এই তালিকার দখন নেয়৷ তবে এই তালিকার সঠিক মালিকের খোজ পাওয়া যায়নি। ডায়াচেঙ্কো জানিয়েছেন, অজানা কোনও ব্যক্তি বা সংস্থার কাছে এই তালিকা ছিল। এই তালিকায় মোট ২৭৫,২৬৫,২৯৮ ভারতীয় নাগরিকের ব্যক্রিগত তথ্য রয়েছে। এই সব ব্যক্তিরা বিভিন্ন সময় একাধিক জব পোর্টালে চাকরি খোঁজার জন্য এই তথ্য জানিয়েছিলেন৷ এর আগেও ভারতীয় ডেটাবেসের সুরক্ষায় ভুল খুঁজে পেয়েছিলেন ডায়াচেঙ্কো। গত মাসে এক ভারতীয় সার্ভার থেকে কয়েক লক্ষ গর্ভবতী মহিলার ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে সামনে এসেছিল।