শিক্ষা বাজেট কমতে পারে কেন্দ্রের বরাদ্দ, শিক্ষা তহবিলের ঘাটতি

শিক্ষা বাজেট কমতে পারে কেন্দ্রের বরাদ্দ, শিক্ষা তহবিলের ঘাটতি

নয়াদিল্লি: কর্মক্ষেত্রের পর এবার শিক্ষাক্ষেত্র, দেশের আর্থিক দৈন্যদশা কাটাতে এবার চাপ বাড়তে চলেছে দেশের শিক্ষাক্ষেত্রেও৷ ২০১৯-২০ বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ থেকে ৩০০০ কোটি টাকা কাটছাঁট করতে চলেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ তহবিলে ঘাটতিকেই এই প্রস্তাবের কারণ হিসেবে উল্লেখ করেছে অর্থমন্ত্রক৷

দেশের শিক্ষা ক্ষেত্রে তত্ত্বাবধানে আছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক সেখানকার উচ্চ পর্যায়ের এক সূত্র এমনটাই বলছে৷ বছরের শুরুতে শিক্ষা খাতে খরচ বাবদ প্রায় ৫৬,৫৩৬ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র যা কমে এখন প্রায় ৫৩,০০০ হাজার কোটিতে দাঁড়িয়েছে৷

সর্ব ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সপ্তাহ দুয়েক আগেই এবিষয়ে একটি বৈঠক করে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক৷ উচ্চ শিক্ষা বিভাগে, হায়ার এডুকেশন এজেন্সির মাধ্যমে যদিওবা তহবিল বাড়ানো সম্ভব কিন্তু শিক্ষা বিভাগের তহবিল বাড়ানোর অন্য কোন উপায় নেই বলেই মনে করছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক৷

সেক্ষেত্রে এই খাতে বরাদ্দ না কমানোর আর্জি জানিয়েছেন মানবসম্পদ উন্নয়ন মমন্ত্রী রমেশপোখরিয়াল নিশাঙ্ক৷ অর্থ মন্ত্রকের শিক্ষা তহবিলের ঘাটতি কিভাবে পূরণ করা যায় সে বিষয়েও চিন্তা-ভাবনা শুরু করেছে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক৷ যদিও সূত্রের এই দাবি অস্বীকার করেছে মন্ত্রক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *