নয়াদিল্লি : জিম্বাবোয়ের সদস্য পদ স্থগিত করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বোর্ড পরিচালনায় সরকারের হস্তক্ষেপ না থাকার বিষয়টি নিশ্চিত করতে না পারায় জিম্বাবোয়ের সদস্য পদ স্থগিত করেছে আইসিসি। এখন থেকে জিম্বাবোয়েকে কোনও অর্থসাহায্য করা হবে না। এ ছাড়া আইসিসির কোনও ইভেন্টেও জিম্বাবোয়ের ক্রিকেট টিম খেলতে না। গত মাসে জিম্বাবোয়ে সরকার ওই দেশের পুরো ক্রিকেট বোর্ড বিলুপ্ত ঘোষণা করে একটি অন্তর্বতী কমিটি করে দেয়। এরপরই আইসিসি এই সিদ্ধান্ত নেয়।
আইসিসি চেয়ারম্যান শঙ্কর মনোহর বলেন, আমরা অবশ্যই খেলাকে রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে রাখব। জিম্বাবোয়ে যেটা করেছে সেটা আইসিসির গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন। এই সিদ্ধান্তের ফলে সামনে কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজে খেলা অনিশ্চিত হয়ে পড়ল। আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে একটি ত্রিদেশীয় সিরিজও খেলার কথা রয়েছে তাদের। এখন সেই খেলা নিয়ে তৈরি হলো অনিশ্চয়তা। আগামী অক্টোবরে আইসিসির পরবর্তী বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।