যুবরাজ সিংয়ের পরিবারকে ব্ল্যাকমেল! টাকা হাতাতে গিয়ে গ্রেফতার মহিলা

যুবরাজ সিংয়ের পরিবারকে ব্ল্যাকমেল! টাকা হাতাতে গিয়ে গ্রেফতার মহিলা

লুধিয়ানা: প্রতারণার শিকার হতে গিয়ে বাঁচল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের পরিবার। ব্ল্যাকমেল করে টাকা আদায় করার চেষ্টা বৃথা হল এবং ধরাও পড়লেন অভিযুক্ত মহিলা। আসলে যুবরাজের ভাই অসুস্থ, তাঁর দেখভালের জন্য এক মহিলাকে রাখা হয়েছিল। তিনিই তাঁদের ব্ল্যাকমেল করতে শুরু করেন। অবশেষে গুরুগ্রাম থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। 

জানা গিয়েছে, ডিম্পি নামের ওই মহিলা যুবরাজ সিংহের মা শবনম সিংহকে ব্ল্যাকমেল করে টাকা নেওয়ার চেষ্টা করে। সে তাঁকে হুমকি দিয়েছিল যে, টাকা না দিলে পরিবারের সকলকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেবে। একই সঙ্গে এই ব্যাপারে চুপ থাকার দাবিও করেছিল। যুবরাজের পরিবারের তরফে জানান হয়েছে, ডিম্পির ব্যবহার খুবই খারাপ ছিল প্রথম থেকে। কাজে যোগ দেওয়ার ২০ দিনের মধ্যেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এরপর থেকেই সে টাকা চাইতে শুরু করে। ৪০ লক্ষ টাকা চেয়ে তাঁদের ব্ল্যাকমেল করা শুরু করেছিল সে বলেই অভিযোগ।  

যুবরাজের মা জানিয়েছেন, প্রথমে ৫ লক্ষ টাকা ডিম্পিকে দিতে রাজি হয়েছিলেন তারা। কিন্তু পরে টাকা না দিয়ে পুলিশের কাছে যাওয়াই ঠিক মনে করেন। সেই প্রেক্ষিতেই পুলিশে অভিযোগ দায়ের করার পর শেষমেষ গ্রেফতার হয়েছেন ওই মহিলা। পুলিশ পুরো বিষয়টা জানার পরে ফাঁদ পাতে এবং ডিম্পিকে টাকা নিতে আসতে বলে। সেই টাকা নেওয়ার লোভে পরেই অবশেষে পুলিশের জালে ধরা পড়ে সে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 17 =