সাউদাম্পটন: বাতিল হয়ে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনের খেলা। দীর্ঘ টালবাহানার পরেও পাঁচদিনের টেস্টের প্রথম দিনে মাঠেই নামতে পারল না ভারত ও নিউজিল্যান্ড। স্থানীয় সময় দুপুর ৩টেয় আম্পায়ারদের মাঠ পরিদর্শনের কথা থাকলেও তার আগেই বৃষ্টি এসে প্রথম দিনের খেলা ভেস্তে দিল।
সাউদাম্পটনে আজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি নামার কথা ছিল বিশ্বের দুই শ্রেষ্ঠ টেস্ট দল ভারত ও নিউজিল্যান্ডের। কিন্তু এদিন সকাল থেকেই মুখ ভার করে ছিল সাউদাম্পটনের আকাশ। সকাল থেকেই ঝোরো বৃষ্টিতে খেলার শুরু নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছিল। পিছিয়ে গিয়েছিল টসের সময়। এমনকি প্রথম সেশনে খেলা বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটা থেকেই বন্ধ হয়ে গিয়েছিল বৃষ্টি। মাঠে অনবরত ঘুরছিল সুপার সপার। এরপর খেলা শুরু হওয়ার সামান্য আশা দেখা দেয়। স্থানীয় সময় দুপুর তিনটে এবং ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় আম্পায়ারদের মাঠ পরিদর্শন করে দেখার কথা ছিল। কিন্তু তার আগেই ফের একবার বৃষ্টি এসে পুরোপুরি ভেস্তে দিল প্রথম দিনের খেলা।
আইসিসি থেকে সরকারিভাবে জানানো হয়েছে, খারাপ আবহাওয়ার জন্য বাতিল করে দেওয়া হল প্রথম দিনের খেলা। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই খেলা শুরু করার কথা জানানো হয়েছে সরকারিভাবে।