ট্র্যাক ছেড়ে এবার টিভির পর্দায় বিশ্বের সব থেকে লাস্যময়ী ক্রীড়াবিদ

ট্র্যাক ছেড়ে এবার টিভির পর্দায় বিশ্বের সব থেকে লাস্যময়ী ক্রীড়াবিদ

কলকাতা: তিনি যখন ট্র্যাকের উপর দিয়ে ছুটে চলেন, তখন চারিদিকে ছড়িয়ে পড়ে তাঁর রূপের ছটা৷ তিনি পরিচিত বিশ্বের ‘সব থেকে লাস্যময়ী ক্রীড়াবিদ’ হিসাবেই। জার্মানির এই দৌড়বিদ ট্র্যাকে সাফল্যের পাশাপাশি আপামর দুনিয়ার নজর কেড়েছেন তাঁর সৌন্দর্যেও। তাঁকে নিয়ে সর্বদাই সরগরম ক্রিড়ামহল৷ সেই এলিকা শিমিটই এ বার পা রাখতে চলেছেন অন্য দুনিয়ায়৷ ট্র্যাক নয়, তাঁকে দেখা যাবে টিভির পর্দায়৷ জানা গিয়েছে, জার্মানির একটি জনপ্রিয় শোয়ে অংশ নেবেন শিমিট। ইনস্টাগ্রামে নিজেই এই খবরটি জানিয়েছেন লাস্যময়ী ক্রিড়াবিদ৷ 

আরও পড়ুন- শ্রেয়সের মন্তব্যের ভুল ব্যাখ্যা! সিইও প্রসঙ্গে দাবি কেকেআর কর্তৃপক্ষের

শিমিটি

জানা গিয়েছে, আগামী ৭ জুন থেকে এই শো’টি সম্প্রচার হওয়ার কথা। ওই দিন থেকে ছোট পর্দায় শিমিটের দেখা পাবেন তাঁর অনুরাগীরা৷ তবে  সাম্প্রতি ট্র্যাকে ধাক্কা খেয়েছেন শিমিট। টোকিয়ো অলিম্পিক্সে জার্মানি দল থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে৷ তাঁর সাম্প্রতিক পারফরম্যান্সে খুশি নন সিলেক্টররা৷ সে কারণেই এই সিদ্ধান্ত৷

shimiti

প্রথমে ঠিক ছিল মহিলাদের ৪X৪০০ মিটার রিলে দলের অংশ হবেন শিমিট। কিন্তু শেষ মুহূর্তে তাঁর নাম বাদ দেওয়া হয়। তবে তাঁর প্রতি অনুরাগীদের ভালোবাসায় ভাটা পড়েনি৷ একটি পোস্টের মাধ্যমে সমর্থকদের অকুণ্ঠ ভালবাসা এবং সমর্থনের জন্য তাঁদের ধন্যবাদ জানান শিমিট।

শিমিট

এই ক্রিড়াবিদ লিখেছেন, ‘জার্মানির দল থেকে বাদ পড়ার পর থেকেই আপনাদের কাছ থেকে অনেক বার্তা পেয়েছি। আপনারা সবাই আমার অলিম্পিক্সে অংশগ্রহণ নিয়ে উত্তেজিত ছিলেন। কিন্তু প্রস্তুতিতে কিছু খামতি থাকার কারণে আমি এই দলের অংশ হতে পারলাম না।’’

শিমিট

সেই সঙ্গে তিনি লিখেছেন, ‘ট্র্যাকে ফেরার জন্য  মুখিয়ে রয়েছি। সেই সঙ্গে খুব শীঘ্রই অন্য ভাবে নিজের ক্রীড়াজীবন শুরু করতে চলেছি৷’ দীর্ঘ লকডাউনেও কিন্তু অনুশীলন থামাননি শিমিট৷ জার্মানির একটি জঙ্গলে দৌড়ে নিজেকে ফিট রেখেছিলেন৷ তবে অলিম্পিক্স থেকে ছিটকে যাওয়ার পর কিছুদিন নিজেকে ট্যাক থেকে সরিয়ে নিয়েছিলেন৷ চলতি বছরেই ফের ট্র্যাকে ফেরেন৷ ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয় এই ক্রিড়াবিদ৷ ২৮ লক্ষ ফলোয়ার্স রয়েছে তাঁর৷