Aajbikel

জুলাইয়ের শুরুতেই চমক! মোহনবাগান ক্লাবে আসছেন আর্জেন্তিনার বিশ্বজয়ী গোলকিপার মার্টিনেজ

 | 
মার্টিনেজ

কলকাতা: ফুটবলপ্রেমীদের জন্য দারুন খবর। জুলাই মাসের শুরুতেই মোহনবাগান ক্লাবে আসছেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী বিতর্কিত গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ৷ আর্জেন্তিনার এই তারকা গোলরক্ষক যে কলকাতায় আসবেন, সেই কানাঘুষো ছিলই৷ সোমবার রাতে মোহনবাগান ক্লাবের তরফ বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়। আগামী ৪ জুলাই মোহনবাগান ক্লাবে আসছেন এমিলিয়ানো৷ সবুজ-মেরুন ক্লাবের জন্য ইতিমধ্যেই তাঁর সই করা বল এবং জার্সি পাঠিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার। সাম্প্রতিক অতীতে ফুটবল বিশ্বকাপজয়ী কোনও দলের ফুটবলার কলকাতায় পা রাখেননি৷ সেক্ষেত্রে মার্টিনেজের আগমন নিশ্চিত ভাবেই আনন্দের৷ 


মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সচিব দেবাশিস দত্ত বিজ্ঞপ্তি দিয়ে জানান, ‘দলের সকল সদস্য-সমর্থকদের জানানো হচ্ছে, আগামী ৪ জুলাই বিকেলে ক্লাবে আসবেন ২০২২ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’ 

মার্টিনেজের কলকাতা সফর নিয়ে দীর্ঘ দিন ধরেই জল্পনা চলছিল। শহরের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত অনেক দিন ধরেই বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার এই গোলকিপারকে কলকাতায় আনার জন্য চেষ্টা চালাচ্ছিলেন। অবশেষে মিলল সাড়া৷ কিছুদিন আগে সবুজ সংকেত দেন মার্টিনেজ। জানা গিয়েছে, জুলাই মাসের শুরুর কলকাতায় পা রাখবেন তিনি। মোহনবাগান ক্লাবে যাওয়ার পাশাপাশি একটি প্রদর্শনী ম্যাচে উপস্থিত থাকবেন মার্টিনেজ৷ এছাড়াও আরও কিছু কর্মসূচি রয়েছে তাঁর।


মার্টিনেজের মোহনবাগানে আসার খবর সত্যই চমকপ্রদ। মার্টিনেস কলকাতায় আসবেন জানাতে পেরেই মোহনবাগান কর্তারা তাঁকে এক বারের জন্যে হলেও ক্লাব তাঁবুতে আনার জন্য মরিয়া হয়ে ওঠেন। মার্টিনেজ আসার জন্য সম্মতিও জানিয়েছেন৷ তবে ক্লাবে আসর পর মার্টিনেজ কী করবেন, তা স্পষ্ট নয়। আগামী দিনে মোহনবাগানের তরফে তাঁর সম্পূর্ণ কর্মসূচির ব্যাপারে জানানো হবে।

২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ট্রফি জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মার্টিনেজ। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয়৷ শেষ মুহূর্তে একটি নিশ্চিত গোল বাঁচিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেন তিনি৷ তাছাড় গোটা প্রতিযোগিতা জুড়েই গোলপোস্টের নীচে দাঁড়িয়ে তাঁর ভূমিকা ছিল অনবদ্য৷ আর্জেন্টিনার জয় নিশ্চিত করতে তাঁর ভূমিকা কিছু কম নয়৷ ফাইনালে সেরা গোলকিপারের পুরস্কারও ওঠে তাঁর হাতে।
 

Around The Web

Trending News

You May like