মুম্বই: ভারতের মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা মনে করেন, উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL) এখন সেই প্রভাব ফেলতে শুরু করেছে, যেটা ২০০৮ সালের আজকের দিনে শুরু হওয়া আইপিএল পুরুষদের ক্রিকেটে এনেছিল।
Women’s Premier League
স্মৃতি বলেন,
“নিশ্চিতভাবে গত তিন বছরে আমরা দেখেছি WPL কীভাবে এগিয়েছে, এবং কত মেয়ে এখন মাঠে এসে ম্যাচ দেখছে। চার-পাঁচ বছর আগে গ্যালারিতে বেশিরভাগই ছেলেরা থাকত। এখন স্পষ্ট একটা পরিবর্তন দেখা যাচ্ছে—অনেক মেয়েও খেলা দেখতে আসছে।”
তিনি আরও বলেন,
“ছোট ছোট মেয়েরা এসে আমাদের বলছে যে তারা বড় হয়ে ক্রিকেটার হতে চায়—এটা সত্যিই খুব সুন্দর একটা ব্যাপার। আমার মতে, T20 ক্রিকেট যতটা মানুষের কাছে পৌঁছেছে, তাতে WPL-এর ভূমিকা বিশাল। আইপিএল পুরুষদের ক্রিকেটের জন্য গত ১৭ বছরে যা করেছে, WPL সেই কাজটাই এখন শুরু করেছে।”
স্মৃতি এই মন্তব্য করেছেন দুবাইয়ে ‘সিটি ক্রিকেট অ্যাকাডেমি’ উদ্বোধনের সময় সংবাদ সংস্থা IANS-কে দেওয়া এক সাক্ষাৎকারে।
Women’s Premier League শুরু হবার পর মেয়েদের মধ্যে বাড়ছে ক্রিকেট চর্চা
২০২৩ সালে WPL শুরু হওয়ার পর থেকেই ভারতের বড় ও ছোট শহরগুলোতে মেয়েরা ব্যাপকভাবে ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হচ্ছে। মহারাষ্ট্রের সাংলিতে নিজের অ্যাকাডেমি পরিচালনা করা স্মৃতি জানান, দুবাইয়ের নতুন অ্যাকাডেমিতেও তিনি মেয়েদের ক্রিকেট উন্নয়নে জোর দেবেন।
তিনি বলেন,
“শুধু সেই শহরগুলোতেই নয় যেখানে WPL-এর দল রয়েছে, বরং এমন শহর থেকেও মেয়েরা এগিয়ে আসছে যেখানে কোনও ফ্র্যাঞ্চাইজি নেই। মেয়েরা এখন নিজেকে তৈরি করছে যেন তারা একদিন WPL কিংবা আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ পায়। এটা দারুণ ব্যাপার।”
তিনি আরও বলেন,
“আমরা শুধু স্কিল ডেভেলপমেন্ট নয়, ব্যক্তিগত ফিটনেস ও মানসিক শক্তি গড়ার দিকেও জোর দেবো। যেন অ্যাকাডেমি থেকে বেরিয়ে তারা পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে তৈরি হয়।”
Women’s Premier League: পুষ্টি ও সঠিক খাদ্যাভ্যাসের গুরুত্ব
স্মৃতি মন্ধানা আরও জানান, বর্তমানে মেয়েদের ক্রিকেটে পুষ্টির গুরুত্ব অনেক বেড়েছে এবং সেই দিকেও তিনি নজর দিচ্ছেন।
তিনি বলেন,
“আমাদের সময় আমরা জানতাম না কী খাওয়া উচিত আর কী নয়। প্রচুর জাংক ফুড খেতাম। কিন্তু এখনকার প্রজন্ম যদি ছোটবেলা থেকেই সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলে, তাহলে সেটা তাদের খেলোয়াড়ি জীবনে বিশাল প্রভাব ফেলবে।”
তিনি আশ্বাস দেন,
“আমরা অ্যাকাডেমিতে নিউট্রিশন ক্লিনিক চালু করবো, যেখানে প্লেয়ারদের পুষ্টি বিষয়ে সচেতন করা হবে। অবশ্যই এটা একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত, কাউকে জোর করা যাবে না। তবে সচেতনতা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
স্মৃতি মন্ধানাকে পরবর্তীবার দেখা যাবে ভারত, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় ODI সিরিজে, যা ২৭ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত চলবে।
শুধু দিলীপ নন, আগেও রাজনৈতিক নেতাদের বিয়ে নিয়ে তুফান উঠেছিল চায়ের কাপে!
Kesari 2 Movie Review: মুক্তি পেল কেশরী চ্যাপ্টার ২, দর্শকদের মন জিততে পারলেন অক্ষয়?
শুক্রের সন্ধ্যায় ছাদনাতলায় ৬০-এর দিলীপ! পাত্রীর পরিচয় জানেন?
Infosys q4 results: কেমন হল Infosys-র চতুর্থ ত্রৈমাসিকের ফল?
মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলল কেশরী ২, কত টাকা আয় জানেন?