বাগান কর্তাদের মুখে ছাই দিয়ে পদত্যাগ করলেন কেন শংকরলাল?

কলকাতা: নৈতিক দায়বদ্ধতার কথা শুনিয়ে মোহনবাগান কোচের পদ ত্যাগ করেছেন শংকরলাল চক্রবর্তী। রবিবার রিয়াল কাশ্মীর এফসির কাছে মোহনবাগান ২-১ গোলে হেরে শংকরলাল এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷ ম্যাচের পর এক সাংবাদিক বৈঠকে শংকরলাল জানিয়েছেন, “আমার এই সিদ্ধান্তের ব্যাপারে ক্লাবের কর্মকর্তাদের অবগত করেছি৷ জানিয়ে দিয়েছি যে আমি আর কোচের দায়িত্ব পালন করতে চাই না৷ এবার ক্লাবের সিদ্ধান্ত

বাগান কর্তাদের মুখে ছাই দিয়ে পদত্যাগ করলেন কেন শংকরলাল?

কলকাতা:  নৈতিক দায়বদ্ধতার কথা শুনিয়ে মোহনবাগান কোচের পদ ত্যাগ করেছেন শংকরলাল চক্রবর্তী। রবিবার রিয়াল কাশ্মীর এফসির কাছে মোহনবাগান ২-১ গোলে হেরে শংকরলাল এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷ ম্যাচের পর এক সাংবাদিক বৈঠকে শংকরলাল জানিয়েছেন, “আমার এই সিদ্ধান্তের ব্যাপারে ক্লাবের কর্মকর্তাদের অবগত করেছি৷ জানিয়ে দিয়েছি যে আমি আর কোচের দায়িত্ব পালন করতে চাই না৷ এবার ক্লাবের সিদ্ধান্ত নেওয়ার পালা৷”

তবে জানা গেছে, ক্লাবকর্তারা তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন৷ তবে সেইসঙ্গে তিনি এও জানিয়েছেন, যতদিন না মোহনবাগান ক্লাবে নতুন কোনও কোচ দায়িত্ব নিচ্ছেন, ততদিন তিনিই সামলাবেন। আগামীদিনে মোহনবাগানকে পরপর টানা চারটে ম্যাচ খেলতে হবে। এরমধ্যে আগামী ২৭ জানুয়ারি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফিরতি লেগের ডার্বি ম্যাচও রয়েছে৷ তিনি বললেন, “আর তিনদিন পরেই মিনার্ভা পঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। এরমধ্যে নতুন কোনও কোচকে খুঁজে নেওয়া ক্লাবের পক্ষে সত্যিই খুব কষ্টকর ব্যাপার। সেকারণে যতদিন পর্যন্ত না ক্লাবের দায়িত্ব নতুন কেউ গ্রহণ করেন, ততদিন আমিই সামলে দেব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + eleven =