কলকাতা: শুরু হতে চলেছে ইউরো কাপ ২০২০-এর কোয়ার্টার ফাইনাল। বহু কাঠখর পুড়িয়ে ২৪টি দলের মধ্যে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ৮টি দল। এই ৮টি দল এবার হাড্ডাহাড্ডি লড়াই করে সেমিফাইনালের পথ খুঁজে নেওয়ার চেষ্টা করবে। ইতিমধ্যেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে হেভিওয়েট কয়েকটি দল। যার মধ্যে গতবারের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল, বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স অন্যতম। প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে শক্তিশালী জার্মানরাও।
আজ শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে সুইৎজারল্যান্ড ও স্পেন। প্রি-কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইৎজারল্যান্ড। অন্যদিকে, শেষ বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়েশিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন।
ভারতীয় সময় অনুযায়ী শনিবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম ও ইতালি। টানটান ম্যাচে গতবারের ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠছে। আবার প্রি-কোয়ার্টার ফাইনালে তুলনায় দূর্বল হলেও অস্ট্রিয়াকে হারাতে গিয়েও মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে ইতালিকে।
শনিবার ভারতীয় সময় রাত সাড়ে ন’টায় তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে চেক রিপাবলিক ও ডেনমার্ক। একদিকে যেমন ওয়েলসকে ৪ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে ডেনমার্ক অন্যদিকে নেদারল্যান্ডকে ইউরো থেকে ছিটকে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে চেক রিপাবলিক।
ইউরো কাপ ২০২০-এর শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারতীয় সময় অনুযায়ী রবিবার মুখোমুখি নামতে চলেছে ইংল্যান্ড ও ইউক্রেন। প্রি-কোয়ার্টার ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে একেবারে শেষ মিনিটের গোলে সুইডেনকে হারিয়েছে ইউক্রেন। আবার শক্তিশালী জার্মানদের বধ করে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংরেজরা। তাই ৮টি দলই আত্মবিশ্বাসে ফুটছে। কোনো দলই অপর দলকে খুব সহজে ছেড়ে দেবে না। ইউরোপের এই সেরা ৮ দলের মধ্যে কোন চারটি দল শেষ চারে পৌঁছায় সেটাই এখন দেখার।