বিশ্বকাপে জিতে অস্ট্রেলিয়ার উপার্জন কত? কোন দলের পকেটে কত টাকা

কলকাতা: ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ইতি ঘটেছে। দেশের মাটিতে আয়োজিত হওয়া বিশ্বকাপে বিরাট আশা জাগিয়েও ভারত শেষমেষ কাপ ঘরে রাখতে পারেনি। রবিবার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে পরাজিত হয়ে বিশ্বকাপ হাতছাড়া করেছেন রোহিত-বিরাটরা। দেশের মাটিতে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে নীল জার্সিধারীদের। তবে শুধু কাপ হারায়নি ভারত, বিশ্বকাপে উপার্জনের ক্ষেত্রেও ভারত সহ সকলকেই পিছনে ফেলেছে অস্ট্রেলিয়া। সব থেকে বেশি অর্থ উপার্জন করেছে তারা। যদিও বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলই মোটা অঙ্ক কামিয়েছে।
সাধারণ হিসেব বলছে, বিশ্বকাপ থেকে সবচেয়ে বেশি রোজগার করা অস্ট্রেলিয়া পেয়েছে মোট ৩৫ কোটি ৩১ লক্ষ টাকা। দ্বিতীয় স্থানে ভারত। তারা উপার্জন করেছে ১৮ কোটি ৯৭ লক্ষ টাকা। তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা, তারা পেয়েছে ৮ কোটি ৩১ লক্ষ টাকা। কিন্তু এখন প্রশ্ন হল এই টাকার হিসেব কী ভাবে হচ্ছে। কোন দল কত টাকা পাবে তার সিদ্ধান্ত কী ভাবে নেওয়া হয়। আসলে গোটা বিষয়টিই একটি নিয়মের মধ্যে দিয়ে যায়। কী সেই নিয়ম, জেনে নেওয়া যাক।
নিয়ম বলছে, বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচের জন্য একই টাকা পায় সব দল। প্রতি ম্যাচের জন্য দেওয়া হয়েছে ৩৩ লক্ষ টাকা। তার পরে ধাপে ধাপে টাকার অঙ্ক বাড়ে। যে দল যত ম্যাচ জেতে সেই অনুযায়ী একটা টাকা পায়। আবার ফাইনাল জিতলে একরকম টাকা, হারলে একরকম টাকা। সেই প্রেক্ষিতে বিশ্বকাপের ফাইনাল জেতায় ৩৩ কোটি টাকা পেয়েছে অস্ট্রেলিয়া। রানার্স হওয়ায় ভারত পেয়েছে ১৬ কোটি টাকা। আবার গ্রুপ পর্বে ৭টি ম্যাচ জেতায় ২ কোটি ৩১ লক্ষ টাকা পেয়েছে অস্ট্রেলিয়া। আর ভারত গ্রুপ পর্বের সব ক’টি ম্যাচ জেতায় ২ কোটি ৯৭ লক্ষ টাকা পেয়েছে।
একইভাবে দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বে ৭টি ম্যাচ জিতে পেয়েছে ২ কোটি ৩১ লক্ষ টাকা। গ্রুপ পর্বে ৫টি ম্যাচ জিতে নিউজিল্যান্ড পেয়েছে ১ কোটি ৬৫ লক্ষ টাকা। যে ছ’টি দল বিশ্বকাপের নক আউটে উঠতে পারেনি তারা আলাদা করে ৮৩ লক্ষ টাকা করে পেয়েছে।