‘আর কেন’ এবং ‘এখনই কেন’! ইউরো-কোপা শেষ হতেই বিতর্ক শুরু

স্বপ্নের ফর্মে থেকে অবসর! যখন কোনও ক্রীড়াবিদ স্বপ্নের ফর্মে থাকেন তখন তিনি অবসর নিলে চতুর্দিক থেকে বলা হয় এখনই কেন? অর্থাৎ কেন তিনি এখনই অবসর…

Ronaldo and Messi Retirement in Sports When to Retire in Sports

স্বপ্নের ফর্মে থেকে অবসর!

যখন কোনও ক্রীড়াবিদ স্বপ্নের ফর্মে থাকেন তখন তিনি অবসর নিলে চতুর্দিক থেকে বলা হয় এখনই কেন? অর্থাৎ কেন তিনি এখনই অবসর নিচ্ছেন, কেন তিনি আরও খেলছেন না, সেই প্রশ্ন তোলা হয়। আবার বহু ক্রীড়াবিদ ফর্মে না থাকলেও খেলা চালিয়ে যেতে থাকেন। তখন তাঁদের শুনতে হয় ‘আর কেন’? অর্থাৎ কবে খেলা ছাড়বেন তিনি, এই প্রশ্নের মুখোমুখি হতে হয় তাঁকে।

কবে অবসর নেবেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো?

যেমন ভারতীয় ক্রিকেটের উদাহরণ দিয়ে বলতে হবে, সুনীল মনোহর গাভাসকর ফর্মের চূড়ায় থাকতে থাকতে অবসর নিয়েছিলেন ১৯৮৭ সালে। তখন সব মহল থেকে তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলা হয়েছিল। কিন্তু তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। একই ভাবে কলকাতা তথা ভারতীয় ফুটবলের কিংবদন্তি প্রয়াত চুনী গোস্বামীও টপ ফর্মে থাকার সময়ে অবসর নিয়েছিলেন। সদ্য শেষ হয়েছে ইউরো কাপ এবং কোপা কাপ টুর্নামেন্ট। সেখানে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো ৩৯ বছর বয়সেও অবসরের কথা ঘোষণা করেননি। সকলেই ভেবেছিলেন ইউরো কাপ শেষের পরেই তিনি অবসরের কথা জানিয়ে দেবেন। কিন্তু বাস্তবে সেটা হয়নি। তাই আর কতদিন তিনি খেলা চালিয়ে যাবেন, একথা তাঁকে আগামী দিনে শুনতে হবে না তো? কারণ এই ইউরো কাপ টুর্নামেন্টে রোনাল্ডোকে তাঁর চেনা ছন্দে একবারের জন্যও দেখা যায়নি।

দি মারিয়ার অসর

উল্টোদিকে চমৎকার ছন্দে থেকে সোমবার টানা দ্বিতীয়বারের মতো কোপা কাপ টুর্নামেন্ট জিতে অবসর ঘোষণা করলেন আর্জেন্টিনার সুপারস্টার ফুটবলার দি মারিয়া। দু’বছর আগে বিশ্বকাপ দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। আর তিনি যাতে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন সেই অনুরোধ তাঁকে করেছিলেন খোদ লিওনেল মেসি। কিন্তু সম্মানের সঙ্গে ফর্মে থাকতে থাকতেই খেলা ছাড়লেন দি মারিয়া। সবাই কিন্তু এটা পারেন না। একই ভাবে মেসিও ইঙ্গিত দিয়েছেন এটাই তাঁর শেষ কোপা কাপ টুর্নামেন্ট ছিল।

এটা ঠিক যে প্রিয় ক্ষেত্র ছেড়ে সবাই তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারেন না। কিন্তু এটাও ঠিক জোর করে দলে থাকলে সেই ব্যক্তিকেই নানা বক্রোক্তি শুনতে হবে ভাল খেলতে না পারলে। তাহলে কোনটা ভাল? জোর করে জায়গা ধরে রাখা, নাকি সম্মানের সঙ্গে সেরা ফর্মে থাকতে থাকতে অবসর নেওয়া? বিশ্বকাপের পর ফুটবলের শ্রেষ্ঠ দুটি টুর্নামেন্ট শেষ হওয়ার পর এই চর্চা নতুন করে শুরু হয়েছে ক্রীড়া জগতে। তাই যে বা যাঁরা অবসর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তাঁদের নিশ্চিতভাবে তাড়া করে বেড়াবে এই বিতর্ক।

 

আরও পড়ুন-

রুদ্ধশ্বাস ম্যাচ শেষে ইউরো সেরা স্পেন

পর পর দু’বার চ্যাম্পিয়ন! ফের কোপা আমেরিকা মেসির

কোপা ফাইনালে চোট পেয়ে মাঠ ছাড়লেন মেসি

নাইট রাইডার্সের অন্য দলের মেন্টর হলেন ঝুলন

Sports: When to retire in sports? The debate rages on as Cristiano Ronaldo and Lionel Messi hint at retirement, while others continue playing despite form dips. Is it better to retire at the peak or keep playing?