বর্ণবৈষম্য ক্ষতে যেন ‘প্রলেপ’, ইংল্যান্ডকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

বর্ণবৈষম্য ক্ষতে যেন ‘প্রলেপ’, ইংল্যান্ডকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

4fb7b3aa2c4fe049a63e6e1c3442b80d

লন্ডন:  বেশ কয়েক মাসের বিরতির পর ফিরেছে ক্রিকেট। আঁতুড় ঘর ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। এর মাঝে অবশ্য টেম্স নদীতে বয়ে গেছে বহু জল। আমেরিকায় কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনায় নতুন করে সামনে এসেছে বর্ণবৈষম্য ইস্যু। আন্দোলনের ঢেউ কাঁপিয়ে দিয়েছে গোটা পৃথিবীকে। জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল তো বটেই, ক্রিকেটেও ‘ব্ল্যাক লাইভ্স ম্যাটার’ আন্দোলনকে সম্মান জানানো হয়েছে এবং হচ্ছে। এ পরিস্থিতিতে কৃষ্ণাঙ্গ দল ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামায় যেন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল। খানিকটা অবাক করে এবং তৃপ্তি দিয়েই ইংরেজদের ঘরের মাঠেই হারিয়ে দিয়েছে ক্যারিবিয়ানরা। উত্তেজক ম্যাচে চার উইকেটে জয়ী জেসন হোল্ডারের দল।

ম্যাচ চলাকালীন ধারাভাষ্যকর এবং ক্যারিবিয়ান কিংবদন্তি মাইকেল হোল্ডিং জানিয়েছিলেন কীভাবে তাঁর বাবা-মায়ের প্রতি বিভেদপূর্ণ আচরণ করা হয়েছিল ইংল্যান্ডে। সেই ঘটনার কথা বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি প্রাক্তন পেস বোলার। তবে, ইংরেজদের ঘরে বসে তাদেরই সমালোচনা করার ফল ‘খারাপ’ হতে পারে, মনে করেছিলেন অনেকেই। তাতে অবশ্য চিন্তা নেই হোল্ডিংয়ের। তিনি এখন তাঁর দেশের জয়ের আনন্দে মশগুল। চতুর্থ ইনিংসে ৯৫ রান করে দলকে জিতিয়েছেন জারমেন ব্ল্যাকউড। অবশ্য দুই ইনিংস মিলিয়ে মোট নয় উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পেসার শ্যানন গেব্রিয়েল। স্কোরকার্ড দেখলে বোঝা যাবে ওয়েস্ট ইন্ডিজের প্রায় সব খেলোয়াড়ই দলের জয়ে অংশ নিয়েছেন। ম্যাচের পর সে কথাই বোঝাতে চাইলেন অধিনায়ক জেসন হোল্ডার। ক্রিকেট তো বটেই, কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধেও যে তাঁরা এককাট্টা তাও জানালেন।

এই লড়াইকে সমর্থন জানিয়েছেন বেন স্টোকস এবং অন্যান্য ইংরেজ ক্রিকেটাররাও। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য প্রথম টেস্ট না খেলা জো রুটের জায়গায় অধিনায়কত্ব করেছিলেন স্টোক্স। তিনি ব্যক্তিগতভাবে ভাল খেললেও দল হিসাবে ভাল খেলেনি ইংল্যান্ড। প্রথম ইনিংসে মাত্র ২০৪ রানে অল আউট হয়ে যায় তাঁরা। চতুর্থ ইনিংসে খারাপ ফিল্ডিংয়ের জন্যও বিপাকে পড়তে হয়েছে। ১৬ জুলাই ম্যানচেস্টারে শুরু হবে দ্বিতীয় টেস্ট। যাই হোক, ওয়েস্ট ইন্ডিজের এই জয় যে বর্ণবৈষম্যের ক্ষতে কিছুটা প্রলেপ দেবে তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *